মাদারীপুরে বেপরোয়া ড্রামট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ
Published: 19th, January 2025 GMT
মাদারীপুর জেলার শিবচরে স্কুলে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চরে যাত্রী ছাউনির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বালুবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
নিহত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো.
জানা গেছে, বৃহস্পতিবার সকালে অটো রিকশায় করে বাইজিদকে নিয়ে তার মা মুন্নি আক্তার স্কুল সংলগ্ন যাত্রী ছাউনির কাছে নামেন। সংযোগ সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল শিশু বাইজিদ। এ সময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ড্রামট্রাক বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনই এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রামট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এ সকল ট্রাকের বেশির ভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এসকল চালকদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে তারা। বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুকে ধাক্কা দেয় একটি ড্রামট্রাক। এগুলো বন্ধ করা জরুরী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “মো. বাইজিদ হোসাইন নামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র গত বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় আহত হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।