পঞ্চগড়ে দুদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ এর মধ্যেই উঠানামা করছিল। তবে আজ তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির নিচে।

রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে সকাল থেকেই ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি দেখা গেছে। 

সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল পঞ্চগড়ে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। এর আগে ১০ জানুয়ারি চলতি শীত মৌসুমের প্রথম দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি। 

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ তাপমাত্রা) কমে রেকর্ড করা হয় ২২ ডিগ্রি। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছিল। তবে রোববার সকালেই সূর্যের মুখ দেখা যায়। ঝলমলে রোদ ওঠায়  দুর্ভোগ কমতে থাকে। তবে শৈত্যপ্রবাহের ফলে সকালে কাজে নামা কৃষি শ্রমিক, রিকশা ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কমেনি।

উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামের ইজিবাইক চালক উসমান গনি বলেন, খুব সকালে আলু নিয়ে পঞ্চগড় বাজারের আড়তে আসি। অটোরিকশায় আসার সময় ঘন কুয়াশা ছিল। বাতাসে কনকনে ঠান্ডার কারণে গাড়ি চালানো যাচ্ছিল না। শীতে আমাদের খুব কষ্ট হয়। এখন রোদের জন্য ভালো লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় টানা দুই দিন ধরে ১১ থেকে ১৩ মধ্যেই ছিল। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এসময় গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এছাড়াও শনিবার রাত থেকে সকাল পর্যন্ত দ্বিতীয় দফার মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় বলেও তিনি জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র কর ড কর দশম ক

এছাড়াও পড়ুন:

বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি

ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। তবে সেই অনুষ্ঠানে আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।  

ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা বেকহ্যামের এই বিশেষ আয়োজনে অতিথি ছিলেন তার ক্লাবের তারকা খেলোয়াড়রাও। মেসির পাশাপাশি যোগ দেন তার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন ক্রীড়া জগতের অন্যান্য কিংবদন্তিরা, যার মধ্যে ছিলেন সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডি এবং চারবারের এনবিএ চ্যাম্পিয়ন শাকিল ও'নিল।

বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমি আগেভাগেই উদযাপন শুরু করলাম। মায়ামিতে দারুণ এক রাত কাটল। অসাধারণ বন্ধু ও পরিবারের সঙ্গে ৫০ বছর উদযাপন শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

তবে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সাড়া ফেলেন। সবুজ রঙের সুন্দর গাউনে হাজির হয়ে আন্তোনেলা নজর কাড়েন অতিথি ও ভক্তদের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল একটি সবুজ হৃদয়ের ইমোজিই দিয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়।  

বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া আন্তোনেলার পোশাকের প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে এই পোশাকে অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা।’  

ব্রাজিলিয়ান গায়িকা ও অভিনেত্রী জিউলিয়া মন্তব্য করেছেন, ‘অসাধারণ!’ 

অন্যদিকে, রোমারেই ভেনচুরা (জর্ডি আলবার স্ত্রী) চারটি ইমোজি পাঠান এবং সার্জিও বুসকেটসের স্ত্রী এলেনা গালেরা তিনটি হৃদয়ের ইমোজি দেন। এমনকি জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী বেকি জি মন্তব্য করেন, ‘মামি!’

জন্মদিনের এই পার্টির পর ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারের মাঠে ফিরবে। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে বেকহ্যামের জন্মদিনের এই বিশেষ রাত ফুটবলপ্রেমীদের মনে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি