ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 19th, January 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. জুয়েল (৪৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুয়েল ওই এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন। জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার জমি সংক্রান্ত বিষয়ে বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। এর জেরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘‘এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, জিরো পয়েন্ট অবরোধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে খুলনার জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল তিনটায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।
এছাড়া কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।