দিনাজপুরে হাড়কাঁপানো শীত অব্যাহত, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
Published: 19th, January 2025 GMT
অব্যাহত হাড়কাঁপানো ঠাণ্ডা বাতাসে কাঁপছে দিনাজপুরের জনজীবন। শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এ জেলার মানুষ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।
রোববার ( ১৯ জানুয়ারি ) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.
তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ৭.৯, রংপুর ১১.৫, ডিমলা (নীলফামারী) ১০.৫, বদলগাছি (নওগাঁ) ১০.৩, বগুড়া ১২.৯, ঈশ্বরদী (পাবনা) ১১.০, রাজশাহী ১১.০, যশোর ১২.৬ ও চুয়াডাঙ্গায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনালী ব্যাংক পেল টিসিবির সম্মাননা স্মারক
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা দানের স্বীকৃতি হিসেবে সোনালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক দিয়েছে টিসিবি।
বুধবার (২৩ এপ্রিল) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইসপাহানি ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
এসময় টিসিবির কার্যক্রমে সন্তোষজনক সেবা দানের জন্য প্রধান অতিথি ও টিসিবির পক্ষ থেকে সোনালী ব্যাংকের প্রতি ধন্যবাদ জানানো হয়।
ঢাকা/রাজীব