‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজের নিরাপত্তার জন্য মরিচের গুঁড়াসহ বিভিন্ন কিছু সঙ্গে রাখতাম। কিন্তু সেদিন (১৫ জানুয়ারি) আমার সঙ্গে কিছুই ছিল না। কারণ, আমি হামলার শিকার হবো, এটা কখনোই ভাবিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, তারা আমার ওপর হামলা করেছে।’
হাসপাতালের শয্যায় শুয়ে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি দু’পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার ঘটনায় তিনিসহ অনেকে আহত হন। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পরে শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন শ্রেষ্ঠা। গতকাল শনিবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালটির ১২ তলার সাধারণ ওয়ার্ডের ১৩ নম্বর শয্যায় চিকিৎসা নেন। বেলা ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, শ্রেষ্ঠার মাথার সামনের অংশে ১২টি সেলাই করা। পাশে টুলে বসে আছেন বাবা স্বাক্ষ্য মিত্র তঞ্চঙ্গ্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রেষ্ঠা বলেন, ‘পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ-সংবলিত গ্রাফিতি সরানোর দাবিতে ১২ জানুয়ারি স্টুডেন্টস ফর সভরেন্টির কিছু লোক এনসিটিবি ভবন ঘেরাও করল। তারা কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নিয়ে নেয়। এর প্রতিবাদ জানাতে আমরা ঘেরাও কর্মসূচি দিই। আমরা মূলত দেখতে চেয়েছি, এনসিটিবি কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।’
হামলার বর্ণনায় তিনি বলেন, ‘১৫ জানুয়ারি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষ করে আমরা মিছিল নিয়ে এনসিটিবি ভবন ঘেরাও করতে যাই। মতিঝিল মেট্রো স্টেশনের কাছে পৌঁছালে পুলিশ থামিয়ে দেয়। কিন্তু আমরা তাদের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করি। ওখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। একদল পুলিশ বলে, আরেক পক্ষ (স্টুডেন্ট ফর সভরেন্টি) চলে গেলে আমরা যেতে পারব। আরেক দল পুলিশ মিছিলটি নিয়ে ফিরে যেতে বলে। এ সময় তাদের বাধা উপেক্ষা করে এগোতেই সভরেন্টির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে একজনকে আঘাত করে, এর পর আমার ওপর হামলা চালায়। সেখানে পুলিশের ভূমিকা ছিল সন্দেহজনক।’
দীর্ঘদিন থেকেই এই সংগঠনের টার্গেটে ছিলেন অভিযোগ করে শ্রেষ্ঠা বলেন, ‘হামলার পর তাদের অনেক ফেসবুক পোস্ট ও কমেন্টে দেখেছি, তারা আমাকে মারার জন্য খুঁজছে। এসব তথ্য-উপাত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হবে।’
সড়কে পড়ে আছে দু’জন, তাদের চারপাশে লাঠিহাতে মারমুখী লোকজন দাঁড়িয়ে– এমন একটি ছবি দেখিয়ে শ্রেষ্ঠা বলেন, ‘ওই দিন ডন না থাকলে ওরা আমাকে মেরেই ফেলত। আমি ওদের হামলায় রাস্তার ওপরে পড়ে গেলে সে আমাকে বাঁচাতে এগিয়ে আসে। তখন তারা ওকেও বেদম মারধর করে।’
শ্রেষ্ঠা ডন নামে যার কথা বলছিলেন, তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও ঢাকাস্থ গারো সম্প্রদায় সংগঠনের সভাপতি ডন জেত্রা। একই হাসপাতালের ১২ তলার সাধারণ ওয়ার্ডের সাত নম্বর শয্যায় চিকিৎসাধীন তিনি। সেখানে গিয়ে দেখা যায়, ডন শুয়ে আছেন। তাঁর মাথা ও দুই হাতে ব্যান্ডেজ। গতকাল রাত ৯টায় হাতে অস্ত্রোপচারের কথা ছিল বলে জানান আদিবাসী ছাত্র ফোরামের সভাপতি অলিক মৃ।
তিনি বলেন, ‘ডনের সারা শরীরে ব্যথা। তিনি নড়তে পারছেন না। চিকিৎসক বেশি কথা বলতে নিষেধ করেছেন। তবে আর কতদিন হাসপাতালে থাকতে হবে, এ বিষয়ে চিকিৎসক কিছুই জানাননি।’
শ্রেষ্ঠার বাবা স্বাক্ষ্য মিত্র তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সাক্ষী হয়েছি। কখনও এভাবে হামলা করতে দেখিনি।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, শ্রেষ্ঠার মাথায় আঘাত গুরুতর না। তবে স্বাভাবিক হতে সময় লাগবে। মস্তিষ্কে আঘাত না লাগায় বড় বাঁচা বেঁচে গেছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। আমি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ ছাড়া ঘটনায় সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চাই।’
চার দিন চিকিৎসা নিয়ে গতকাল বিকেলে মোহাম্মদপুরের ভাড়া বাসায় ফিরেছেন শ্রেষ্ঠা। এখনও চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। তাদের গ্রামের বাড়ি রাঙামাটিতে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস ট ব
এছাড়াও পড়ুন:
নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখছে মহেশ বাবুর কন্যা?
‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এই অভিনেতার কন্যা সিতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়।
মহেশ বাবু অভিনীত ‘সরকারু বারি পাতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। ২০২২ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় সিতারা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ১২ বছর বয়সি সিতারা নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছে। অবশেষে এ গুঞ্জন নিয়ে মুখ খুললেন মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর।
আরো পড়ুন:
বিয়ের পর অভিনয়কে বিদায়: নীরবতা ভাঙলেন মহেশ বাবুর শ্যালিকা
রাজামৌলির সিনেমার জন্য ১৬৪ কোটি টাকা ছাড়াও লভ্যাংশ নেবেন মহেশ!
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে মায়ের সঙ্গে হাজির হয় সিতারা। সেখানে নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখার গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হয় সিতারার কাছে। এ প্রশ্ন শুনে মায়ের দিকে তাকায় এই খুদে তারকা। এরপর নম্রতা শিরোদকর বলেন, “তার বয়স মাত্র ১২ বছর। এখনো অনেক সময় আছে। যদিও আমাদের পরিবার বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু সবাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন।”
ফিল্মি পরিবারে জন্ম ও বেড়ে উঠছে সিতারা। তার দাদা কৃষ্ণা বিখ্যাত একজন অভিনেতা ছিলেন। সিতারার বাবা-মা দুজনেই জনপ্রিয় অভিনয়শিল্পী। এর আগে ড্রিম মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিল সিতারা। সেই আলাপচারিতায় জানতে চাওয়া হয়েছিল, পারিবারিক উত্তরাধিকার সফলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি কীভাবে দেখে সিতারা?
এই প্রশ্নের জবাবে সিতারা বলে, “এই উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পেরে সত্যি ভালো লাগছে। চমৎকার এই পরিবারের সদস্য হতে পেরে আনন্দিত। আমাকে অনেকে প্রশ্ন করেন আমি অভিনয় করতে চাই কিনা। এখন আমি বিষয়টি নিয়ে ভাবছি। মডেলিং এবং অভিনয় দুটোর বিষয়েই আমি আগ্রহী। কিন্তু আমার বয়স মাত্র ১২ বছর। সুতরাং আমি এখনো নিশ্চিত নই।”
একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছে সিতারা। এ বিজ্ঞাপনে মেয়েকে দেখে কেঁদে ফেলেছিলেন মহেশ বাবু। সেই স্মৃতিচারণ করে সিতারা বলে, “আমার মা খুব কঠোর মানুষ। তবে বাবা আমাকে ভীষণ আদর (প্রশ্রয় দেন) করেন। আমার মনে আছে, বাবা আমার পিএমজে-এর বিজ্ঞাপন প্রথম দেখে কেঁদে ফেলেছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে ফ্যাশন সেন্স পেয়েছি। আমি পাগল। কিন্তু মা তার পোশাক আমার জন্য রাখেন না। আমার মা ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী। তার দারুণ একটি মডেলিং ক্যারিয়ার ছিল। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তার ছবি দেখে অভিভূত।”
জুয়েলারি ব্র্যান্ড পিএমজে-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে সিতারাকে। প্রতিষ্ঠানটি বিশেষ একটি গহনা লঞ্চ করে; যার নাম দেয় ‘সিতারা’। ২০২৩ সালের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে লঞ্চ করা হয় বিজ্ঞাপনটি।
ব্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন মহেশ বাবু। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সিতারা। ২০১২ সালে জন্ম হয় সিতারার। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী সিতারা।
সিতারা ও তার বড় ভাই গৌতম অভিনয় বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। সিতারা হায়দরাবাদ থেকে প্রশিক্ষণ নেয়, তার ভাই গৌতম নিউ ইয়র্কে ইউনিভার্সিটি থেকে নাটক বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রি নিচ্ছেন বলেও জানিয়েছেন সিতারা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত ডটকম
ঢাকা/শান্ত