শীতে বান্দরবানের সৌন্দর্য দর্শনার্থীদের মাঝে যতটা আনন্দ বয়ে আনে, ঠিক এর বিপরীতে পাহাড়ে বসবাসরত সুবিধাবঞ্চিত শীতার্তদের জন্য অনেকটা দুর্ভোগ হয়ে নেমে আসে। পাহাড়ি জনপদে শীতের প্রকোপ অনেকটাই বেশি। সুবিধাবঞ্চিত অধিকাংশ জনগোষ্ঠীর জন্য শীত কখনও শহুরে জনজীবনের মতো রোমাঞ্চকর হয়ে ওঠে না। ঘন কুয়াশা ও তীব্র শীতের থাবায় নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় সুবিধাবঞ্চিত মানুষেরা। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর, কেউ আবার রাস্তার পাশে, রেলস্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত পার করছে, কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটিই বাস্তব চিত্র! এসব দেখে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ‘মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন’-এর তরুণ স্বেচ্ছাসেবকরা। 
বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘শীতে সুবিধাবঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে শীতের পোশাক ছাড়া ক্লাসে আসা অনেকটা চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতে শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা। যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।’ 
এ বিষয়ে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন বান্দরবানের ডেপুটি টিম লিডার ছমিরা আক্তার শিরিন বলেন, ‘বান্দরবান সদর, রুমা উপজেলা এবং শহরের অলিগলিতে ভবঘুরে, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রহিম বলে, ‘কম্বল আর চাদর উপহার পেয়ে আমরা অনেক খুশি। যারা আমাদের উপহার দিয়েছেন ওনাদের ধন্যবাদ।’ 
বান্দরবানের টিম লিডার ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের শীতার্ত মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে মানবিক পাঠশালা সবসময় কাজ করে যাবে।’
মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের পাশাপাশি চট্টগ্রামেও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। আগামীতে সারাদেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।’
২০১৯ সালের একদল স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে সংগঠনটি। বর্তমানে কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন সংগঠনটির সদস্যরা।  u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন দরব ন র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে জয় আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন এলাকায় ঘাটে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ।

নিখোজ, জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফ মিয়ার ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল।

ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়।

এর পর থেকে নিখোঁজ জয় আহমেদ। বহু খোজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবন দেন পুলিশ। ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধারে নামে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির।

সম্পর্কিত নিবন্ধ