শীতে বান্দরবানের সৌন্দর্য দর্শনার্থীদের মাঝে যতটা আনন্দ বয়ে আনে, ঠিক এর বিপরীতে পাহাড়ে বসবাসরত সুবিধাবঞ্চিত শীতার্তদের জন্য অনেকটা দুর্ভোগ হয়ে নেমে আসে। পাহাড়ি জনপদে শীতের প্রকোপ অনেকটাই বেশি। সুবিধাবঞ্চিত অধিকাংশ জনগোষ্ঠীর জন্য শীত কখনও শহুরে জনজীবনের মতো রোমাঞ্চকর হয়ে ওঠে না। ঘন কুয়াশা ও তীব্র শীতের থাবায় নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় সুবিধাবঞ্চিত মানুষেরা। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর, কেউ আবার রাস্তার পাশে, রেলস্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত পার করছে, কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটিই বাস্তব চিত্র! এসব দেখে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ‘মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন’-এর তরুণ স্বেচ্ছাসেবকরা। 
বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘শীতে সুবিধাবঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে শীতের পোশাক ছাড়া ক্লাসে আসা অনেকটা চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতে শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা। যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।’ 
এ বিষয়ে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন বান্দরবানের ডেপুটি টিম লিডার ছমিরা আক্তার শিরিন বলেন, ‘বান্দরবান সদর, রুমা উপজেলা এবং শহরের অলিগলিতে ভবঘুরে, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রহিম বলে, ‘কম্বল আর চাদর উপহার পেয়ে আমরা অনেক খুশি। যারা আমাদের উপহার দিয়েছেন ওনাদের ধন্যবাদ।’ 
বান্দরবানের টিম লিডার ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের শীতার্ত মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে মানবিক পাঠশালা সবসময় কাজ করে যাবে।’
মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের পাশাপাশি চট্টগ্রামেও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। আগামীতে সারাদেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।’
২০১৯ সালের একদল স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে সংগঠনটি। বর্তমানে কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন সংগঠনটির সদস্যরা।  u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন দরব ন র

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ