বরিশালের একটি হোটেলে নবজাতক মাসুদ রানাকে মৃত মায়ের পাশে কান্নারত অবস্থায় পাওয়া যায়। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঢাকার শ্যামলীর এসওএস শিশুপল্লি তাকে উদ্ধার করে। সেখানে কৃত্রিম মা-বাবার স্নেহে বড় হয়ে হারম্যান মেইনার স্কুলে পড়াশোনা শুরু করে। পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় মাসুদের মনে নারীত্বের অনুভূতি জাগে। ২০১৮ সালে তিনি নারীতে রূপান্তরিত হয়ে নাম রাখেন রানী চৌধুরী। নৃত্যগুরু ফারহানা চৌধুরী বেবীর অধীনে লোকনৃত্যে পারদর্শী রানী নাচের সব শাখায় দক্ষতা অর্জন করেন। তাঁর স্বপ্ন একটা যন্ত্রণাদায়ক সমাজের দৃষ্টি থেকে বেরিয়ে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের সাধারণ মানুষের মতো জীবন-যাপনের জায়গা তৈরি করা।
 

একটি শিশু তার বাসস্থানেই থাকবে এবং সেই শিশু স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে। কেন একটি শিশু জন্মের পর থেকে অবহেলা ও যন্ত্রণার মধ্যে বেড়ে উঠবে? আমি যেসব আয়োজনে আমন্ত্রিত হয়, সব জায়গায় এটিই বলি, আমাদের মধ্যে থাকা ট্যাবুর জায়গাটা দূর করে স্বাভাবিকতার জায়গা গ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সময় ও বয়ঃসন্ধিকালে আমরা দেখি, শিশুরা নিজেদের শারীরিক পরিবর্তনের ফলে দ্বিধান্বিত থাকেই, একই সঙ্গে পরিবার ও সামাজিক চাপের ফলে মানসিক বিপর্যস্ত নিয়ে তারা ঘর ছেড়ে বেরিয়ে যায়। এটি আমি ব্যক্তিগতভাবে চাই না। একটি শিশু যদি হিজড়া হিসেবেই জন্ম নেয় তাহলে সে তার মতো করেই বেড়ে উঠবে। আমি ‘হিজড়া’ শব্দটা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি এ জন্য, আমাদের দেশে এ শব্দটা বেশি পরিচিত। এমনকি ‘হিজড়া সংস্কৃতি’ আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। সমাজ ঐতিহ্য গ্রহণ করছে;  মানুষগুলোকে সমাজ থেকে স্বেচ্ছায় বেরিয়ে যেতে বাধ্য করছে। এ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনশুমারিতে প্রায় ১২ হাজারের মতো হিজড়ার সংখ্যা উল্লেখ থাকলেও, আমাদের দেশে প্রায় ৬ লাখের ওপরে হিজড়াসহ বিভিন্ন মানুষ রয়েছে। জনশুমারিতে কম হিজড়া তালিকাভুক্ত হওয়ার বড় কারণ, পরিবারের সংকোচবোধ। তারা সন্তানকে তার সঠিক লিঙ্গীয় পরিচয় দিতে দ্বিধাবোধ করে।
একজন হিজড়াকে সমাধিস্থ করতে গেলেও আমাদের অসহায় লাগে। কেননা, সাড়ে তিন হাত মাটি আমাদের কেউ দিতে চায় না এখনও। এ রকম বহু ঘটনার মুখোমুখি আমাদের হতে হয়; যা মর্মস্পর্শী। আমি নিজে সাফল্য লাভ করেছি হিজড়া কমিউনিটি থেকে এসে। তাতে লাভ কী? বাকিদের আমি টেনে আনতে চাইলেও সমাজের নানা প্রতিবন্ধকতা আমাকে আটকে দিচ্ছে। এ থেকে বেরোতে আরও ৫৩ বছর লাগবে কিনা, তাও জানি না আমি। v

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রজ্ঞাপন প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা

স‌রকা‌রি নিয়োগ, পদায়ন, বদলি, বিদেশে চাকরির বিষয়ে ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে এক‌টি সংঘবদ্ধ চক্র। এ বিষ‌য়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতারণার ফাঁদে কেউ যেন ফেঁসে না যান, সে বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশের নকল বানিয়ে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারি করছে একটি প্রতারক চক্র।

আরো পড়ুন:

৩২ ওমরাহ যাত্রীর ৩৮ লাখ টাকা নিয়ে উধাও এজেন্সি পরিচালক

ফেইথের ‘ফাঁদে’ ফতুর প্রবাসী চান পরিত্রাণ

সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন, বদলি-সংক্রান্ত আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। এ ধরনের কোনো প্রজ্ঞাপন যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে করা যেতে পারে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সরকারি সংস্থার নামে ভুয়া প্রজ্ঞাপন জারির একটি ঘটনা আলোচনায় আসে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট ও সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করেছিল একটি প্রতারক চক্র। একই ধরনের আরো কিছু ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায় সম্প্রতি। এসব প্রজ্ঞাপনের টার্গেট থাকে প্রতারণার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া।  

তখন বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদও সতর্কতা উচ্চারণ করে বলেছিলেন, বোয়েসেলের সুনাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের প্রান্তিক জনগোষ্ঠী, যারা জীবন জীবিকার জন্য বিদেশ যেতে আগ্রহী, তাদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রজ্ঞাপনের প্রবণতা বাড়তে থাকায় বৃহস্পতিবার সবাইকে সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ