ছিনতাই হওয়া তেলবাহী জাহাজ উদ্ধার, গ্রেপ্তার ৫
Published: 18th, January 2025 GMT
মুন্সীগঞ্জে ছিনতাই হওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় একটি বাল্কহেড জব্দ এবং পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জের পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌহালীর যমুনা নদীর চরসলিমাবাদ ভূতের মোড় নৌঘাট থেকে জাহাজটি উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বরগুনার সড়কগাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন সেখ, খাগবুনিয়া গ্রামের চান খানের ছেলে রিয়াজ খান, লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো.
চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন জানান, গত ১০ জানুয়ারি ভোরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামে তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। নৌপুলিশ মামলাটির তদন্ত করছে। অভিযানে ২৬০ টন ফার্নেস অয়েল ভর্তি একটি বাল্কহেড জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ফার্নেস অয়েলের দাম প্রায় ৩ কোটি টাকা। বাল্কহেডটি দু’দিন আগ থেকে চৌহালীর ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
টাঙ্গাইল অঞ্চলের নৌপুলিশ সুপার সোহেল রানা বলেন, মুন্সীগঞ্জ থেকে ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি সয়দাবাদের কড্ডা এলাকার সামিট পাওয়ার প্লান্টে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। ঘটনার পর থেকে নদীতে নৌপুলিশের অভিযান চলছিল। এর সাত দিন পর যমুনা নদীর চৌহালী এলাকা থেকে লুট হওয়া ফার্নেস অয়েলসহ একটি বাল্কহেড জব্দ ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পদক্ষেপ নিতে নৌপুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়ি চালকদের সচেতনমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে নগরীর খানপুর বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ'র নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
(বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জি.) মো মাহবুবর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন মেডিকেল অফিস ডা. মো. আনোয়ার হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর মো আব্দুল করিম শেখ, ঢাকা ড্রাইভিং ইন্সট্রাক্টর মো জাহিদুল ইসলাম, বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবির প্রমুখ।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চালকদের কারণ ও তার প্রতিরোধের কৌশল ড্রাইভিং কৌশল এবং জরুরি অবস্থা করনের বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের প্রতি শিষ্টাচার এবং পেশাগত আচরণ নিয়েও আলোচনা করা হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান প্রশিক্ষণ গুরুত্ব নিয়ে বলেন একজন দক্ষ চালক নিজের জীবনই না বরং সড়কের চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভুমিকা রাখেন। তিনি তার বক্তব্যের মাঝে প্রশিক্ষণ বিষয় প্রশ্নের নানা প্রশ্নের উত্তরদাতাদের পুরস্কৃত করেন।
এই কর্মশালায় লাইসেন্সধারী ১৬০ জন পেশাজীবী চালকদের সনদ প্রদান করা হয়।