মুন্সীগঞ্জে ছিনতাই হওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় একটি বাল্কহেড জব্দ এবং পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জের পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌহালীর যমুনা নদীর চরসলিমাবাদ ভূতের মোড় নৌঘাট থেকে জাহাজটি উদ্ধার করে। 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বরগুনার সড়কগাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন সেখ, খাগবুনিয়া গ্রামের চান খানের ছেলে রিয়াজ খান, লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো.

ফেরদৌস, নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে ইসলাম ব্যাপারী ও দেলোয়ারের ছেলে আমজাদ হোসেন তপু। নারায়ণগঞ্জ নৌপুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে ওই অভিযান চলে।
চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন জানান, গত ১০ জানুয়ারি ভোরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামে তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। নৌপুলিশ মামলাটির তদন্ত করছে। অভিযানে ২৬০ টন ফার্নেস অয়েল ভর্তি একটি বাল্কহেড জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ফার্নেস অয়েলের দাম প্রায় ৩ কোটি টাকা। বাল্কহেডটি দু’দিন আগ থেকে চৌহালীর ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
টাঙ্গাইল অঞ্চলের নৌপুলিশ সুপার সোহেল রানা বলেন, মুন্সীগঞ্জ থেকে ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি সয়দাবাদের কড্ডা এলাকার সামিট পাওয়ার প্লান্টে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। ঘটনার পর থেকে নদীতে নৌপুলিশের অভিযান চলছিল। এর সাত দিন পর যমুনা নদীর চৌহালী এলাকা থেকে লুট হওয়া ফার্নেস অয়েলসহ একটি বাল্কহেড জব্দ ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পদক্ষেপ নিতে নৌপুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • কুলাউড়ায় চোরাকারবারিদের দ্বন্দ্ব নিয়ে সালিসে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১