ঘাট উন্মুক্ত করার দাবি বিএনপি-জামায়াতের
Published: 18th, January 2025 GMT
উন্মুক্ত নৌঘাটে যাতায়াত করব নিরাপদে– এমন দাবি নিয়ে একসঙ্গে মিছিল, সমাবেশ করেছেন জামায়াত ও বিএনপি নেতারা। নানা ইস্যুতে সারাদেশে বিএনপি ও জামায়াতের মধ্যে যখন দূরত্ব বাড়ছে তখন নৌঘাট ইস্যুতে দুই রাজনৈতিক দলের এমন ঐকমত্য নজর কেড়েছে সবার। নিরাপদ ও উন্মুক্ত নৌঘাটের দাবিতে এর আগে বিএনপি, জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা কমিটি আলাদাভাবে বিবৃতিও দিয়েছে। সব দলের নেতারা চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে ন্যায্য ভাড়া নির্ধারণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা উন্মুক্ত নৌপথকে বাধাগ্রস্ত করায় জগলুল হোসেন নয়নের ইজারা বাতিল করারও দাবি জানান।
এর আগে ঘাটে অরাজকতা বন্ধ, সন্দ্বীপ মেরিন সার্ভিসকে কাউন্টার নির্মাণে বাধা প্রদান ও সব ধরনের অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামে সংগঠন। ১৫ জানুয়ারি গুপ্তছড়া ঘাটে বিআইডব্লিউটিএ জেটির মুস্তাফিজুর রহমান কাউন্টারের সামনে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির, মনির তালুকদার, সন্দ্বীপ মেরিন সার্ভিসের এমডি ও বিএনপি নেতা লায়ন নাছির উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, সমাজকর্মী লায়ন আমজাদ হোসেন, জামায়াত নেতা শাহেদ খান, যুব জামায়াত নেতা মাকছুদের রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মুহিব খান, যুক্তরাষ্ট্র প্রবাসী এস কে ফেরদৌস, বকতিয়ার উদ্দিন রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান, মাইনউদ্দীন ফাহাদ, বইচিন্তার সমন্বয়ক নজরুল নাইম, ইসমাইল হোসেন, শেখ রুবেল, কিবরিয়া শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী নজরুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সন্তোষপুর, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফোরাম, দ্বীপের মায়াবী স্বপ্ন সংগঠন, ফ্রিডম বার্ডস অব সন্দ্বীপ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ, তিতা কাজীপাড়া দেশি প্রবাসী ঐক্য পরিষদ, প্রাণের সন্দ্বীপ মানব দরদি সংগঠন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, সোনালি সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদ, সন্দ্বীপ ই-কর্মাস পরিবার, বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলন, বইচিন্তাসহ নানা সংগঠন।
‘সন্দ্বীপবাসী এক হও, গুপ্তছড়া, কুমিরা নৌপথে সকল ষড়যন্ত্র রুখে দাও’ স্লোগান নিয়ে দুপুরের পর থেকে শত শত ব্যক্তি গুপ্তছড়া ঘাটে জমায়েত হয়। এ সময় বক্তারা বলেন, কুমিরা-গুপ্তছড়া ঘাটে নয়নের ইজারা বাতিল করতে হবে। যাত্রী পারাপারে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া ১৭০ টাকা কার্যকর করতে হবে। ঘাটে যাত্রীদের লাইফ জ্যাকেট প্রদান এবং কথিত ভিআইপি টিকিট বাতিল করতে হবে। যাত্রী ওঠানামায় দুর্ভোগ দূর করতে হবে। সন্দ্বীপ থেকে রাতে রোগী পারাপারের ব্যবস্থা রাখতে হবে। একাধিক ইজারাদার যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে তা নিশ্চিত করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র রহম ন ব এনপ ইসল ম স গঠন
এছাড়াও পড়ুন:
নামাজের শুরু ও শেষ সময়
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)
এই আয়াত থেকে স্পষ্ট যে নামাজের সময় নির্দিষ্ট এবং এটি পালন করা মুসলমানের ওপর অবশ্যক। জিবরাইল (আ.)-এর কাছ থেকে রাসুল (সা.) পাঁচ ওয়াক্ত নামাজের সময় শিখেছেন এবং সাহাবিদের তা শিক্ষা দিয়েছেন।
একটি হাদিসে উল্লেখ আছে, জিবরাইল (আ.) দুই দিন রাসুল (সা.)-কে নামাজের সময় শিখিয়েছেন: প্রথম দিন প্রতিটি নামাজের শুরুর সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)
আধুনিক যুগে, বিশেষ করে ব্যস্ত জীবনযাত্রায়, নামাজের সময় সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। শুধু ঘড়ির কাঁটা দেখে নয়, প্রাকৃতিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় জেনে রাখা নামাজের প্রতি যত্নের বহিঃপ্রকাশ।
জিবরাইল (আ.) দুই দিন রাসুল (সা.)-কে নামাজের সময় শিখিয়েছেন: প্রথম দিন প্রতিটি নামাজের শুরুর সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে।সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩আরও পড়ুনজীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’২৪ মে ২০২৫পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়নিচে পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা ভৌগোলিক অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে।
১. ফজরের নামাজশুরুর সময়: ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে, অর্থাৎ ভোরের প্রথম আলো যখন পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ে। এটি সাধারণত সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হয়।
শেষ সময়: ফজরের সময় শেষ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সূর্যোদয়ের পর ফজর নামাজ আদায় করা জায়েজ নয়। (সহিহ মুসলিম, হাদিস: ৬১২)
২. জোহরের নামাজশুরুর সময়: জোহরের সময় শুরু হয় সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে (জাওয়ালের পর)।
শেষ সময়: জোহরের সময় শেষ হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব অনুযায়ী দ্বিগুণ)। এটি সাধারণত আসরের সময় শুরুর আগপর্যন্ত। (সুনানে তিরমিজি, হাদিস: ১৪৯)
৩. আসরের নামাজশুরুর সময়: আসরের সময় শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান হয় (শাফিই মাজহাব) বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব)।
শেষ সময়: আসরের সময় শেষ হয় সূর্যাস্তের আগে। তবে সূর্য হলুদ হয়ে গেলে আসর নামাজ আদায় করা মাকরুহ। (সহিহ বুখারি, হাদিস: ৫৫৩)
আরও পড়ুননামাজ আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি ধাপ১৭ জুলাই ২০২৫পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ও সময়সূচির সাহায্যে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে।৪. মাগরিবের নামাজশুরুর সময়: মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে।
শেষ সময়: মাগরিবের সময় শেষ হয় যখন পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হয়। সাধারণত সূর্যাস্তের প্রায় এক ঘণ্টার মধ্যে লাল আভা মুছে যায়। (সুনানে নাসাই, হাদিস: ৫২৭)
৫. এশার নামাজশুরুর সময়: এশার সময় শুরু হয় পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হওয়ার পর।
শেষ সময়: এশার সময় চলে মধ্যরাত পর্যন্ত। তবে ফজরের সুবহে সাদিকের আগপর্যন্ত এশা আদায় করা যায়, যদিও মধ্যরাতের পর মাকরুহ। (সহিহ মুসলিম, হাদিস: ৬১২)
নামাজের সময় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর সঙ্গে মুমিনের সম্পর্ককে দৃঢ় করে। পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ও সময়সূচির সাহায্যে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে।
তাই প্রতিদিন নামাজের সময়সূচি অনুসরণ করে এবং ইবাদতের প্রতি আন্তরিকতা রেখে আমরা আমাদের জীবনকে আরও অর্থবহ ও আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারি।
আরও পড়ুননামাজ: দাসের মহিমা০৪ মার্চ ২০২৫