আনোয়ারায় সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। আমন ও বোরো চাষের মধ্যবর্তী মাত্র ৩ মাস সময়ে অতিরিক্ত ফসল হিসেবে সরিষার চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকরা। এবার উপজেলার প্রায় ৫০০ কৃষক ১৭০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন। প্রতি কানিতে (৪০ শতক) খরচ বাদে ১৫ হাজার টাকার বেশি আয় করার আশা কৃষকের। 
যেখানে ধান চাষে খরচ তোলাই দায়, সেখানে এক রকম বিনা খরচে সরিষা চাষ করে ধানের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন স্থানীয়রা। তবে সরিষা ভাঙানোর জন্য পর্যাপ্ত সংখ্যক ঘানি থাকলে কৃষকরা আরও বেশি লাভবান হতো বলে দাবি তাদের।
আমন ধান তোলার পর জমিতে মই দিয়ে ফেলা হয় সরিষা বীজ। সাধারণত সরিষা চাষে তেমন কোনো খরচ নেই। এবার আনোয়ারায় কৃষি অফিসের পাশাপাশি সরিষা চাষে সহযোগী হিসেবে কাজ করেছে এনসিসি ব্যাংক। প্রতিজন কৃষককে দুই কেজি বীজের সঙ্গে এক বস্তা সার, স্প্রে মেশিন ও অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই বীজে ওঠা গাছে দুই মাসের মাথায় ফুল ফুটেছে। চলতি মাসের শেষের দিক থেকে ফসল তোলা শুরু হবে।  
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার পরৈকোড়া, চাতরী, হাইলধর, রায়পুর ইউনিয়নে এবার সর্বোচ্চ পরিমাণে সরিষা চাষ হয়েছে। সারা উপজেলায় প্রায় ৪২ হাজার শতক (১৭০ হেক্টর) জমিতে সরিষা চাষ হয়েছে। এখানে মূলত বারি-১৮ জাতের সরিষা চাষ হয়েছে বেশি। এ জাতটি উচ্চ ফলনশীল, এতে খরচও কম হয়। প্রতি শতক জমিতে ৬ কেজি সরিষা উৎপাদনের আশা করছেন চাষিরা। প্রতি কানি (৪০ শতক) জমিতে খরচ বাদে ১৫ হাজার টাকার বেশি লাভ থাকবে বলে আশা তাদের। সরিষা গাছে ফুল আসায় মাঠগুলো এখন হলুদের রাজ্যে পরিণত হয়েছে। প্রকৃতিকন্যা যেন সেজেছে হলুদ বরণে। 
বাড়তি লাভ হওয়ায় আমন ধান উত্তোলনের পর জমি ফেলে না রেখে সরিষা আবাদে ঝুঁকেছেন কৃষকরা। মাত্র তিন মাসের মধ্যে ফলন ঘরে তোলা যাচ্ছে। বর্তমানে বাজারে প্রতি কেজি সরিষা ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। 
হাইলধর এলাকার কৃষক সেকান্দর আলী বলেন, ‘উপজেলা কৃষি অফিস আমাদের সরিষা চাষে উদ্বুদ্ধ করেছে। আর বীজ, সার, কৃষি উপকরণসহ সব ধরনের খরচ দিয়েছে এনসিসি ব্যাংক। আমরা এবার একরকম ফ্রিতে চাষাবাদ করেছি। ফলনও হয়েছে ভালো।’ 
এনসিসি ব্যাংক আনোয়ারা শাখা ব্যবস্থাপক এসএম মঈন উদ্দীন আজাদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক এবার আনোয়ারায় ৩ শতাধিক কৃষকের মধ্যে সরিষা বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সরিষা চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করে। সব মিলিয়ে কৃষকরা মাঠে সোনা ফলিয়েছেন।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী হায়দার জানান, উপজেলার কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বাড়ছে। সামান্য পরিচর্যা আর অল্প খরচেই লাভ মিলছে ভালো। আমন ও বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে হচ্ছে সরিষার চাষ। এ সরিষা তুলেই চাষিরা রোপণ করবেন বোরো ধানের চারা। সরিষা বিক্রির টাকাতেই উঠে আসবে বোরো চাষের খরচ।
উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবলী রায় চৌধুরী বলেন, ‘সরকার সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমাতে এবং সরিষার চাষ বাড়াতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ওই পরিকল্পনার আওতায় কৃষকদের সরিষা চাষে উৎসাহ দেওয়ার পাশাপাশি নিয়মিত প্রণোদনা দেওয়া হচ্ছে।’
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরওয়ার আলম বলেন, ‘সরিষা একটি বাড়তি ফসল। আমরা বোনাস ফসলও বলতে পারি। লাভ বেশি হওয়ায় প্রতিবছর সরিষার চাষ বাড়ছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল র এনস স

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ