মুলতানে পাকিস্তানের বড় লিডের দিনে ফিরে এল বাংলাদেশ
Published: 18th, January 2025 GMT
মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তান। ‘স্লো এন্ড লো’ উইকেটে দ্বিতীয় দিন শেষেই ২০২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তবে এই খবর ছাপিয়ে মুলতান টেস্ট এখন আলোচনায় পাকিস্তানের মাটিতে একদিনে সবচেয়ে বেশি উইকেট (১৯টি) পতনের রেকর্ডে। আর তাতেই ফিরে আসছে ২২ বছরের পুরোনো এক স্মৃতি। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের নামটি!
পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে অনুষ্ঠিত মুলতান টেস্টটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অত্যন্ত দুঃখের একটা দিন। সেই ম্যাচে স্বাগতিকরা ২৬১ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৪ রানে হারিয়ে ফেলেছিল ৭টি উইকেট । এরপরও মাস্টার ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের হার না মানা ১৩৮ রানের উপর ভর করে নাটকীয়ভাবে ১ উইকেটে ম্যাচটা জিতে যায়।
সেই ম্যাচেই একদিনে ১৮ উইকেটের পতন হয়েছিল। যেটি ছিল পাকিস্তানের মাটিতে কোন টেস্টের একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড, যা অক্ষত ছিল ২২ বছর। শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) তাতে ছেদ পড়লো। একদিনেই ১৯ উইকেটের পতন হলো। যার মাঝে ৯টি পাকিস্তানের এবং ১০টি ওয়েস্ট ইন্ডিজের।
আরো পড়ুন:
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
অপ্রতিরোধ্য বাংলাদেশ, বিজয় দেখলো বিশ্ব
শনিবার ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। ৫১ রান নিয়ে খেলা শুরু করা রিজওয়ান ইনিংস টেনে নেন ৭১ পর্যন্ত। ৫৪ রানে দিন শুরু করা আরেক ব্যাটসম্যান সাউদ শাকিল খেলেন ৮৪ রানের ইনিংস। সফরকারীদের পক্ষে জেডেন সিলস আর জোমেল ওয়ারিকেন নেন ৩টি করে উইকেট।
ব্যাট করতে নেমে ৫১ রানে ৭ উইকেট হারানো ক্যারিবিয়ানরা শেষ চার ব্যাটসম্যানের কল্যাণে স্কোরবোর্ডে ১৩৭ রান জড়ো করে। দশে নামা ওয়ারিকেন অপরাজিত ছিলেন ৩১ রানে আর সিলসের ব্যাট থেকে আসে ২২ রান। নোমান আলি নেন ৫টি উইকেট, অন্যদিকে আরেক স্পিনার সাজিদ খানের শিকার ৪ উইকেট।
সফরকারীদের ব্যাটিং ব্যার্থতায় ছোট পুঁজি নিয়েও ৯৩ রানের বড় লিড পেয়ে যায় পাকিস্তান। শান মাসুদের দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করে ৩ উইকেটের বিনিময়ে ১০৯ রান করে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট একদ ন
এছাড়াও পড়ুন:
সিলেটে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি
সিলেটে সোমবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সকাল গড়াতেই তা রূপ নেয় বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে। ফলে প্রথম সেশনে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে তুলেছে ২৭৩ রান, ফলে ৮২ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ১ উইকেটে ৫৭ রান নিয়ে। সাদমান ইসলাম ৪ রানে আউট হয়ে ফিরেছেন। অপরপ্রান্তে মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ মনে করিয়ে দিয়েছেন অতীতের ঘুরে দাঁড়ানোর উদাহরণ, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট মনে আছে? প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গিয়ে দ্বিতীয় ইনিংসে ফিরে এসেছিলাম। সেখান থেকেই অনুপ্রেরণা নিতে হবে।’
জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৫ রানের লিড টাইগারদের চাপে ফেললেও, মিরাজের বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ৪০০ বা তার বেশি রান করে জয়ের পথ তৈরি করা সম্ভব। স্পোর্টিং উইকেট হলেও বড় লক্ষ্য তাড়া করা কঠিন হবে জিম্বাবুয়ের জন্য, এমনটাই মনে করছেন তিনি।
টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে মোট ছয়টি সেশন। প্রতিটি সেশনেই পাল্টে গেছে ম্যাচের দৃশ্যপট। প্রথম দিনে বাংলাদেশ ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে ছিল ৬৭/০ অবস্থানে। বিশ্লেষকরা তখন এগিয়ে রেখেছিলেন সফরকারীদের। তবে দ্বিতীয় দিনে বল হাতে নিয়ন্ত্রণে ফেরে স্বাগতিকরা।
বোলিংয়ে সমন্বিত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। বিশেষ করে, মেহেদী হাসান মিরাজের ছিল দুর্দান্ত দিন। ক্যারিয়ারে ১১ বার পাঁচ উইকেট নেওয়া এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে আরও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদও ছিলেন কার্যকর।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু করে ৮২ রানে পিছিয়ে থেকে। তবে সাদমান মাত্র ৪ রান করে বিদায় নেন। এরপর জয় ও মুমিনুল হকের জুটি দিন শেষ করে ৫৭/১ স্কোরে। এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিরাজের মতে, যদি জয় ও মুমিনুল প্রথম ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দিতে পারেন, তাহলে দিনটি হতে পারে বাংলাদেশের জন্য ‘সোনালি সকাল’।