সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্টের (পিএইচডি) ৭ সদস্যের (অবৈতনিক) বোর্ডস অব ডিরেক্টরস কমিটি গঠিত হয়েছে। এতে চেয়ারম্যান হয়েছেন সাংবাদিক মাসুদ করিম এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। 

সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন স্টক কোম্পানি কার্যালয়ের অনুমোদিত এই বোর্ডের সদস্যরা ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- শফিউল আলম (ট্রেজারার), সাইফ আলী খান (সমাজসেবক), তামান্না মিনহাজ (সাংবাদিক), এনজিও ব্যক্তিত্ব এসএম মাহমুদুল হক এবং কৃষিবিদ ড.

সাহাদাত হোসেন পারভেজ। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।

১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।

জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ