প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
Published: 18th, January 2025 GMT
সমকালের অনলাইন সংস্করণে গত ১৯ ডিসেম্বর ‘আর–২২ গ্যাস চক্র লুট করে নিচ্ছে কোটি কোটি টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
গত ২৪ ডিসেম্বর সমবায় সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘সংবাদের একটি অংশে প্রতি বছরে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যানটি বাস্তবসম্মত নয়। এছাড়া সংবাদে প্রকাশিত অর্থের পরিমাণ কল্পকাহিনি মাত্র।’
প্রতিবেদকের বক্তব্য, বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন গত ১৫ ডিসেম্বর পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি অভিযোগপত্র জমা দেয়। এতে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা আটক
চট্টগ্রামের টাইগারপাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ি আসনের সাবেক এমপি রফিকুল আনোয়ারের ওরফে সোনা রফিকের ছোট ভাই। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলশী থানা পুলিশ তাকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আওয়ামী লীগের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের আগেই বিয়ে হয়েছিল। শনিবার রাতে ওই বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। রাত ৯টার দিকে বিয়েতে আগত কেউ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতির বিষয়টি সমন্বয়কদের অবগত করেন। হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দিতে থাকেন। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সাবেক এমপি (চট্টগ্রাম-২) খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন। খাদিজাতুল আনোয়ার সম্পর্কে ফখরুল আনোয়ারের ভাতিজি।