প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
Published: 18th, January 2025 GMT
সমকালের অনলাইন সংস্করণে গত ১৯ ডিসেম্বর ‘আর–২২ গ্যাস চক্র লুট করে নিচ্ছে কোটি কোটি টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
গত ২৪ ডিসেম্বর সমবায় সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘সংবাদের একটি অংশে প্রতি বছরে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যানটি বাস্তবসম্মত নয়। এছাড়া সংবাদে প্রকাশিত অর্থের পরিমাণ কল্পকাহিনি মাত্র।’
প্রতিবেদকের বক্তব্য, বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন গত ১৫ ডিসেম্বর পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি অভিযোগপত্র জমা দেয়। এতে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।