তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় এ মেলার উদ্বোধন করেন।

মেলায় কলেজের ১৭টি বিভাগ ও আটটি বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্টল দেয়। স্টলগুলোতে অন্তত ৪০ ধরনের পিঠা ছিল বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতে বানানো পিঠার স্বাদ গ্রহণ করেন। এরপর স্টল পরিদর্শনে আসেন বিচারক বৃন্দ। 

মেলায় প্রথম স্থান অধিকার করেছে বাংলা বিভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে সমাজকর্ম ও প্রাণীবিদ্যা বিভাগ।

এদিকে, পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া ক্যাম্পাস সংলগ্ন এলাকার মানুষজনও পিঠার স্বাদ নিতে মেলা আসেন।

পিঠার স্বাদ নিতে আশা দর্শনার্থীরা বলেন, ঢাকার মধ্যে এমন আয়োজন সত্যিই অসাধারণ। প্রতিটি স্টলে গ্রাম বাংলার রকমারি সব পিঠা সাজিয়ে বসেছে। আমরা যারা ঢাকাতে থাকি, তাদের পক্ষে আসলে একসঙ্গে এতগুলো পিঠা বানানো কখনোই সম্ভব হবে না। শিক্ষার্থীদের জন্য আমরা একসঙ্গে এতগুলো পিঠার স্বাদ নিতে পারছি। তাদের অসংখ্য ধন্যবাদ। 

এ বিষয়ে অধ্যক্ষ ড.

কাকলী মুখোপাধ্যায় বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এ প্রচেষ্টারই একটি উদাহরণ। এ রকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

ঢাকা/ইয়াছিন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে হেডলাইটের আলো দেখে ৩টি হাতবোমা ফেলে পালাল ‘ডাকাত দল’, পরে উদ্ধার

‘আমরা ছয়জন মিলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একটি মোটরসাইকেল কিনে বাড়িতে যাচ্ছিলাম। পথে রামকৃষ্ণপুর এলাকায় একটি কালভার্টের ওপর চার-পাঁচজন ডাকাত দাঁড়িয়ে ছিল। একসঙ্গে তিনটি মোটরসাইকেলে হেডলাইটের আলো দেখে পুলিশ ভেবে বোমা ফেলে পালিয়ে যায় তাঁরা।’

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কালভার্টের ওপর থেকে তিনটি হাতবোমা উদ্ধারের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন রাশেদুজ্জামান নামের এক প্রত্যক্ষদর্শী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া গ্রামীণ সড়কের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিষয়টি জানিয়ে গাংনী থানা-পুলিশকে খবর পাঠালে তারা ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। একসঙ্গে তিনটি মোটরসাইকেল দেখে তারা পুলিশ মনে করে বোমাগুলো ফেলে পালিয়ে যায়। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধারের পর থানায় আনা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল। তিনি বলেন, ডাকাতির জন্য হাতবোমাগুলো নিয়ে কালভার্টের ওপর অপেক্ষা করছিলেন চক্রটির একাধিক সদস্য। তাঁদের অপতৎপরতা রুখতে পুলিশের অভিযান চলমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কিংবা এলাকায় ভীতি সৃষ্টি করতে বোমাগুলো ফেলা হতে পারে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফের একসঙ্গে তারা
  • ফের একসঙ্গে ‘তোরা দেখ রে চাহিয়া’ বিজ্ঞাপনের সেই তিনজন
  • অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’
  • সেরা সিনেমা ‘আনোরা’
  • টিএসসিতে সংগীত উৎসব
  • তুর্কমেনিস্তানে ইফতারির টেবিল সেজে ওঠে বাহারি সব খাবার দিয়ে
  • রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল
  • ‘বইয়ের ভেতর দিয়ে আলাদা জগতের দেখা’
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’
  • মেহেরপুরে হেডলাইটের আলো দেখে ৩টি হাতবোমা ফেলে পালাল ‘ডাকাত দল’, পরে উদ্ধার