চুক্তি অনুমোদনের পরেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
Published: 18th, January 2025 GMT
ইসরায়েল শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে। রবিবার সকাল থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা। তবে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদনের পরেও গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ইসরায়েল এবং গাজার শাসক হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলমান যুদ্ধগাজা উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ভারী আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং শনিবারও এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।
বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের জেইতুন এলাকায় গোলাবর্ষণ করেছে এবং মধ্য ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে।
গাজার চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিস শহরের পশ্চিমে মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার গাজা উপত্যকাজুড়ে ৫০টি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। তবে শনিবারের কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের জবাব দেয়নি তারা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ফাইল ছবি: এএফপি