নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

নড়াইল পৌর বিএনপি নিবার্চনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচনে অংশ নেয়। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর (ভোটার সংখ্যা) ছিল ৬৩৯ জন। ৬২৫ জন ভোটার ভোট দিয়েছেন। বিগত এক যুগেরও বেশি সময় এমন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আমেজ চোখে পড়েনি বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ, সদস্য এস এম আব্দুল হক ও সদস্য তারিকুজ্জামান লিটু নিবার্চনের ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

শেখ হাসিনা ভুখা অবস্থায় পালিয়েছেন: টুকু

ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে: সেলিমা রহমান

সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম মোহাম্মদ আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম ফরিদ হোসেন বিশ্বাস ২৪৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এবাদত ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আরমান আলী খান ২১৯ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঢাকা/শরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ