নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার
Published: 18th, January 2025 GMT
নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।
নড়াইল পৌর বিএনপি নিবার্চনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচনে অংশ নেয়। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর (ভোটার সংখ্যা) ছিল ৬৩৯ জন। ৬২৫ জন ভোটার ভোট দিয়েছেন। বিগত এক যুগেরও বেশি সময় এমন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আমেজ চোখে পড়েনি বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ, সদস্য এস এম আব্দুল হক ও সদস্য তারিকুজ্জামান লিটু নিবার্চনের ফলাফল ঘোষণা করেন।
আরো পড়ুন:
শেখ হাসিনা ভুখা অবস্থায় পালিয়েছেন: টুকু
ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে: সেলিমা রহমান
সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম মোহাম্মদ আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম ফরিদ হোসেন বিশ্বাস ২৪৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এবাদত ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আরমান আলী খান ২১৯ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঢাকা/শরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ-খবর নিচ্ছি।