শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ছাত্রশিবির।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যার সমাধান’ এর অংশ হিসেবে শাবিপ্রবি শাখার উদ্যোগে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ শীর্ষক এ কর্মসূচি চালু করা হয়েছে। এতে এককালীন ২ হাজার টাকা করে মোট ১০০ শিক্ষার্থীকে ২ লাখ টাকা প্রদান করা হবে।

এ শিক্ষাবৃত্তির জন্য শাবিপ্রবিতে স্নাতক ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন না।

আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজার টাকার বেশি হলে আবেদন অযোগ্য বিবেচিত হবে। আবেদন করতে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি।

শিক্ষাবৃত্তি বিষয়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, “এ উদ্যোগটি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ঢাকা/ইকবাল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।

‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা

সম্পর্কিত নিবন্ধ