নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে ৩০০ ফিট সড়কে একটি মুরগিবাহী পিকআপ গতিরোধ করে চালককে ছুরিকাঘাত করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত চালকের নাম এনামুল হক (২৪)। শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 পিকআপটির হেলপার রাকিব জানান, তারা নরসিংদী থেকে মুরগী নিয়ে রাজধানীর কাপ্তান বাজার যাওয়ার পথে ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর একটি বাস তাদের গাড়ির পেছনে ধাক্কা দেয়। পরে আমাদের পিকআপকে চাপানোর চেষ্টা করে। কিছু দুর যাওয়ার পর বাসটি সামনে গিয়ে চাপ দেয়। পিকআপ থামালে বাস থেকে ৪/৫ জন নেমে দুপাশের গ্লাস ভেঙ্গে চালক এনামুলকে কুপিয়ে আহত করে এবং কাছে থাকা ৩ লাখ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত চালক এনামুলকে রাতেই ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

লিয়াকত আলী বলেন, আমাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি। গতকাল রাতে ওই এলাকায় আমাদের অভিযান টিমও ছিল। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সালাহ, কেইন, না লেভা—সোনার জুতার লড়াইয়ে কে কোথায়

এবার কি তবে অবশেষে ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে যাচ্ছেন মোহাম্মদ সালাহ?
আভাস সে রকমই। তবে মৌসুমের শেষে এসে যদি রবার্ট লেভানডফস্কি বা হ্যারি কেইন অবিশ্বাস্য কিছু করে ফেলেন, আরও একবার হতাশ হতে হবে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে। আরও একবার কথাটা বলা হচ্ছে, কারণ আগেও বেশ কয়েকবার এই পুরস্কার জেতার খুব কাছে গিয়েছিলেন সালাহ, শেষ পর্যন্ত জিততে পারেননি। অন্যদিকে লেভানডফস্কি, কেইন কিংবা আর্লিং হলান্ডের এরই মধ্যে সৌভাগ্য হয়েছে পুরস্কারটি জেতার।

ইউরোপিয়ান গোল্ডেন শু কী

সহজ কথায়, প্রতি মৌসুমে ইউরোপের প্রতিটি দেশের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে যিনি সবচেয়ে বেশি গোল করেন, তাঁকে দেওয়া হয় সোনার বুট, যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ইউরোপিয়ান গোল্ডেন শু।
এমনিতে ইউরোপের সব লিগই আলাদা করে প্রতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট পুরস্কার দেয়। তবে ইউরোপিয়ান গোল্ডেন শু তাঁকেই দেওয়া হয়, যিনি পুরো ইউরোপে সব লিগ মিলিয়ে গোলের জন্য সবচেয়ে বেশি পয়েন্ট পান। পয়েন্ট হিসাব করা হয় গোলসংখ্যা ও সংশ্লিষ্ট লিগের মানের ওপর ভিত্তি করে।  

লিগে ৩৩ ম্যাচে সালাহ গোল করেছেন ২৭টি।

সম্পর্কিত নিবন্ধ