‘দুই ট্রফি’ নিয়ে রংপুর মাতাতে আসছে রাইডার্স শিবির
Published: 18th, January 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ট্রফি জিতে শিরোনামে এসেছিল রংপুর রাইডার্স। চলমান বিপিএলেও জিএসএলের ধারাবাহিকতা ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রাইডার্স শিবির। এই ‘ট্রফি ট্যুরে’র অংশ হিসেবে সঙ্গে থাকবে বিপিএলের ট্রফিও।
২০ জানুয়ারির এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।
পুরো রংপুরে এই ট্যুরে দেড় হাজার জার্সি দেওয়া হবে ফ্যানদের। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে হবে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।
আরো পড়ুন:
রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান
মাথায় চ্যাম্পিয়নস ট্রফি, বিপিএলে তাড়াহুড়ো নেই সৌম্যর
এমনকি ট্রফির সাথে ছবি তোলারও সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।
এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে। আর বিপিএলের চলমান আসরে টানা ৮ ম্যাচ জিতে কোয়ালিফায় করেছে রংপুর।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল জ এসএল ব প এল
এছাড়াও পড়ুন:
পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা
গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।
পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।
উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।
আরো পড়ুন:
কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি
“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”
টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।
রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”
ঢাকা/রিয়াদ/আমিনুল