অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮৬ জন নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল।

এক্স-এ এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে যায়। রাবাতে পাকিস্তান দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। 
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, তাদের স্বজনেরা নির্যাতনের কারণে মারা গেছেন। সূত্র: দ্য ডন

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা। আগামী রবিবারের (২৩ মার্চ) মধ্যে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার। 

সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা আসে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিফিংয়ে ফাহিমুল ইসলাম বলেন, ইন্টিগ্রেটিড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম-সংক্রান্ত (আইবাস) জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সেটি সমাধানে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। 

আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে, বলেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, আগামী এপ্রিল থেকে তাদের বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে। 

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে। তবে রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে, আবার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিএলআর শ্রমিক প্রতিনিধিরা ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।  

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ