দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ
Published: 18th, January 2025 GMT
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা সেলের পরিচালক আবদুল্লাহ-আল-জাহিদকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
তবে তাকে দুদকের কোন বিভাগে দায়িত্ব দেওয়া হবে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। দুদকের আটটি অনুবিভাগের প্রধান হিসেবে আটজন ডিজি দায়িত্ব পালন করেন। এর মধ্যে পাঁচটি অনুবিভাগে জনপ্রশাসন থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে।
আবদুল্লাহ-আল-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আইনশাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি হতে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার আটলান্টায় দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন কর ন
এছাড়াও পড়ুন:
শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।
১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।