নারী বিভাগে শরীয়তপুর চ্যাম্পিয়ন
Published: 18th, January 2025 GMT
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন প্রথম জাতীয় পুরুষ ও নারী ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫’। এই প্রতিযোগিতার নারী বিভাগের খেলা আজ শনিবার শেষ হয়েছে। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর জেলা নারী দল। রানার্স-আপ হয়েছে ঢাকা জেলা নারী দল। তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলা নারী দল।
ফাইনালে শরিয়তপুর জেলা নারী দল ০৩-০২ গোলে ঢাকা জেলা নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে পুরুষ বিভাগে দ্বিতীয় দিনে বাংলাদেশ পুলিশ ০৮-০২ গোলে জিসান স্পোর্টস ক্লাবকে ও ০৭-০০ গোলে স্যান্ড এঞ্জেল পুরুষ দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
আরো পড়ুন:
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সমাপ্ত
ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুরু
অপরপক্ষে, জিসান স্পোর্টস ক্লাব পুরুষ দল ০৪-০০ গোলে স্যান্ড এঞ্জেল ক্লাব ও একই ব্যবধানে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা পুরুষ দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।
আগামীকাল সকাল ১০টায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও জিসান স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো— বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টিং ক্লাব। নারী বিভাগে রয়েছে— নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা।
উভয় বিভাগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।
ঢাকা/আমিনুল/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ড্রাইভার পদে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি ব্যাংক, আবেদন করুন দ্রুত
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ১৬তম গ্রেডে জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ড্রাইভার পদে ২৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের (প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ছাড়া) অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামীকাল।
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২৭
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করেত হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা কৃষি ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের কমিশন ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।