নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ক্যাপিটল ভবনের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। তীব্র ঠান্ডার কারণে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যাপিটল বাইরের পরিবর্তে অভ্যন্তরে এ অভিষেক অনুষ্ঠান হবে। শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

ট্রাম্প লিখেছেন, “দেশজুড়ে আর্কটিক বিস্ফোরণ চলছে। আমি কোনোভাবেই মানুষকে আহত দেখতে চাই না। অতএব, আমি প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতার পাশাপাশি উদ্বোধনী ভাষণটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।

ক্যাপিটল ভবনের গম্বুজের নিচের স্থানটুকুকে রোটুন্ডা নামে ডাকা হয়। একে ক্যাপিটল ভবনের প্রতীক ও হৃৎপিণ্ড বলা হয়।

১৯৮৫ সালে প্রচণ্ড ঠান্ডার কারণে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটলের ভেতরে স্থানান্তর করা হয়েছিল। তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় বিকেলের ঠান্ডা বাতাসের তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ছিল।

সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণের সময় তাপমাত্রা প্রায় ১৯ ফারেনহাইট (মাইনাস ৭ সেলসিয়াস) থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরো শীতল অনুভূত হতে পারে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা

কক্সবাজারের তরুণদের গানের দল পেনোয়া। গত বছর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ প্রকাশের পর আলোচনায় আসে ব্যান্ডটি। এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের ডাক পেতে থাকে তাঁরা। এবার নিজ শহরে হচ্ছে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো নগরবাউলের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন তাঁরা। ২৬ এপ্রিল কক্সবাজারের একটি তারকা হোটেলে নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডটির গীতিকার ও ভোকাল ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কনসার্টটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। নতুন একটা ব্যান্ড হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। নিজের শহরে নগরবাউলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার সুযোগ আমাদের সদস্যদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ভালো কিছু হবে।’

আরও পড়ুনজেমস বললেন, ‘আত্মজীবনী? একদমই না, নেভার’১৩ এপ্রিল ২০২৫পেনোয়া ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা
  • কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্