অনিশ্চিত বুমরাহকে রেখেই ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
Published: 18th, January 2025 GMT
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বেঞ্চে রেখেই খেলতে নেমেছিল ভারত। সেই টেস্টে অধিনায়কত্ব করা জাসপ্রিত বুমরাহ ম্যাচ চলাকালীন সমইয়ে আবার চোটে পড়লেন। কৌতুহলী ক্রিকেট প্রেমীরা তাই অপেক্ষায় ছিল কেমন হয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ভারতের স্কোয়াড তা দেখার। তবে কোন চমক না রেখেই শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করল ভারত। একদিন আগেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই) নিশ্চিত করেছিল যে, অধিনায়ক হিসেবে রোহিতই থাকছেন। সেই কথার হেরফের হয়নি।
ভরত দলে আছেন অনিশ্চিত চোটাক্রান্ত বুমরাহও। সেই সাথে লম্বা সময় পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। অন্যদিকে প্রথমবারের মতো এক দিনের ক্রিকেটে ডাক পেলেন ওপেনার যশস্বী জয়সওয়াল।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।
আরো পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা
ভারতে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার
বিস্তারিত আসছে.
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, মোটরসাইকেলে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৯ জন।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।