নির্বাচনী সংস্কারে সংসদে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঠেকানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন যাতে দুর্বৃত্তমুক্ত হয়, সংস্কারে তাও হাইলাইটস করা হয়েছে।

শনিবার কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এক সেমিনারে এসব কথা বলেন বদিউল আলম। এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ‘কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক’ এ সেমিনার আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।

বদিউল আলম বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়।

তিনি বলেন, আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, যে জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহির আওতায় আনতে আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে।

‘কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’– স্লোগানে সেমিনারে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজন অংশ নেন। এতে আধুনিক কুমিল্লা সিটি করোপরেশন এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদার প্রমুখ।

শুরুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী প্রণীত ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মনিরুল হক বলেন, ঘোষিত কার্যপত্র অনুযায়ী মেগাসিটি গঠনের মাধ্যমে ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত কুমিল্লার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স প র শ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে  আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ড

বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসত ঘরে আসভাবপত্র  পুড়ে গিয়ে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।  তবে এ ঘটনায় আহত বা প্রানহানির  কোন খবর পাওয়া যায়নি।

গত শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন আওয়ামীলীগ নেত্রী শিমলা সুলতানার বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী মাধ্যমে  খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।  অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল  পরিদর্শন করেছে।

বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সে সাথে অগ্নিকান্ডের কবল থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।

সম্পর্কিত নিবন্ধ