দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রাইডার্স
Published: 18th, January 2025 GMT
দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশে গিয়ে ট্রফি জিতে ফিরেছে। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে।
সঙ্গে থাকবে আরেকটি ট্রফিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে যাবে রংপুর রাইডার্স।
২০ ডিসেম্বরের এই ট্রফি ট্যুরে ঘিরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।
রংপুরের এই ট্রফি ট্যুরে ভক্তদের দেওয়া হবে দেড় হাজার রংপুর রাইডার্সের জার্সি। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।
এমনকি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন রংপুরের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন করা হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।
গত বছরের ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে আসরের ৮ ম্যাচেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন বেশি প্রস্তুত: অঙ্কন
আন্তর্জাতিক ক্রিকেটে আকস্মিক অভিষেক মাহিদুল ইসলাম অঙ্কনের। বিকেএসপিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দলে যোগ দেন তিনি। জাকের আলী কনকাশন ইনজুরিতে (মাথায় আঘাত) পড়ায় অঙ্কন দলে ডাক পান। ম্যাচের আগের রাতে লিটন দাস গুরুতর জ্বর নিয়ে ম্যাচ থেকে ছিটকে যান।
দলে ডাক পাওয়া অঙ্কনের অভিষেকও হয়ে যায়। তার মাথায় তখনও ঘুরছিল ফাস্ট ক্লাস ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি তো দূরের কথা ভাববারও সময় পাননি তিনি। যার সম্ভাব্য ফল পড়ে পারফরম্যান্সে। উইকেটের পেছনে ক্যাচ ফেলেন তিনি। ব্যাট হাতে শূন্য মেরে শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৯ রান করেন তিনি।
ওই অঙ্কন সর্বশেষ বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন। চলতি ডিপিএলে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তাকে তিনে ব্যাট করাচ্ছে। সেখানেও রান পাচ্ছেন তিনি। অঙ্কন মনে করেন, এখন আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত তিনি।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে অঙ্কন বলেন, ‘আমি তখন এনসিএলে ম্যাচ খেলছিলাম, আমার মাথায় ছিল এনসিএল। তবে (অভিষেক টেস্টে ব্যর্থ হওয়ার জন্য) এটাকে আমি অজুহাত দেব না। এখন মনে হয়, এবার সুযোগ পেলে আমি মানসিকভাবে বেশি প্রস্তুত থাকব।’
জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। লিটন দাস পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছুটি নেওয়ায় দ্বিতীয় সুযোগ মিলতে পারে অঙ্কনের। তার মতে, এবার তিনি নিজেকে প্রস্তুত রাখার যথেষ্ট সময় পাবেন, ‘এখন মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আসন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এবার প্রস্তুতির জন্য ভালো সময় পাচ্ছি। আশা করি, সুযোগ পেলে ভালো করবো।’
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকায় ড্রেসিংরুমে নির্ভার থাকবেন বলেও জানিয়েছেন অঙ্কন, ‘তিনি আমাকে খুব ভালো করে জানেন। অতিরিক্ত চিন্তা করলে তিনি আমাকে নির্ভার করতে পারেন। ঘরোয়া অভিজ্ঞতা থেকে বলতেই পারি, উনাকে পাশে পাওয়া সবসময়ই আমার জন্য ভালো।’