কখনো সুইপার, কখনো বাক-প্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালকসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে ছোটপর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন মুশফিক আর ফারহান। অল্প কাজ করলেও বিশেষ দিন কিংবা উৎসবে বিশেষ কাজ নিয়ে ঠিকই হাজির হন তিনি। চলতি মাসে শুরুর দিকে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন ফারহান। তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন তিনি।

মুশফিক আর ফারহান সমকালকে বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে আসছে। ভালো লাগার বিষয় হল দর্শক আবারও নাটক দেখছেন।’

বছরের প্রথম কাজ নিয়ে সুখবরও দিলেন ফারহান। তার কথায়, ‘বছরের প্রথমদিন মুক্তি পেয়েছে মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় আমার নাটক ‘সুইট ফ্যামিলি’। নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। দুই সপ্তাহের নাটকটি ১০ মিলিয়ন (এক কোটি) দর্শকের ভালোবাসা অর্জন করেছে। অভিনেতা হিসেবে এটা আমার জন্য সত্যি ভালোলাগার বিষয়।’

তিনি বলেন, ‘অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছি। দর্শকের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের অভিনয় করার কথা রয়েছে। নাম ঠিক না হলেও শুটিং শুরু করেছি। আশাকরি ভালো কিছু আসবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ