পায়ের ওপর দিয়ে চলে গেল অটোরিকশার চাকা, আহত শাওন
Published: 18th, January 2025 GMT
দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার রাজধানীর নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পায়ে গুরুতর জখম হয়েছে তার। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শাওন নিজেই।
তিনি জানান, সন্তান নিষাদ হুমায়ূনকে নিয়ে শুক্রবার দুপুর দুইটার দিকে নিউ মার্কেটে কেনাকাটা করে ফিরছিলেন তিনি। নিউ মার্কেটের ভেতরের অংশে রাস্তা পার হতে গিয়েই বাধে বিপত্তি। উল্টো দিক থেকে হঠাৎ ছুটে আসে ব্যাটারিচালিত একটি রিকশা। যদিও রিকশাটিকে শাওন ব্যাঙ্গাত্মকভাবে বলছেন ‘বাংলার টেসলা’।
ঘটনার বিবরণ দিয়ে গিয়ে শাওন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলার’ পেছনের চাকা আমার বাম পা-এর ওপর দিয়ে চলে গেল।”
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী অনেকে থাকলেও বিশেষ করে একজন চা দোকানদারকে কৃতজ্ঞতা জানিয়েছেন শাওন।
বলেন, “টেসলার’ চালককে ধন্যবাদ তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।”
ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে শাওনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, পা না ভাঙলেও পায়ের পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত পূর্ণ বিশ্রামেই থাকতে হচ্ছে শাওনকে।
দীর্ঘ ১৭ বছর পর বড় পর্দায় ফিরছেন মেহের আফরোজ শাওন। ফাখরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘নীল জোছনা’। এতে আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। খুব শিগগিরই এটি বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, মোটরসাইকেলে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৯ জন।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।