কোনও দুরাচারের সঙ্গে সমঝোতা-আপস করবো না: জামায়াত আমির
Published: 18th, January 2025 GMT
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনও অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোনও দুরাচারের সঙ্গে কোনও ধরনের সমঝোতা-আপস করবো না। আপসহীন আমাদের এই লড়াই চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ না হবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুবৃর্ত্তমুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসনমুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে, আমাদের লড়াই ততদিন চলবে ইনশাআল্লাহ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সঙ্গে চাই, পাশে চাই। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমনই একটা দেশ চায়। আমরা তাদের কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই বাংলাদেশ, সেই স্বপ্নপূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ।
এর আগে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি উপজেলার রাজাপুর, ধানাইদহ ও বনপাড়াতে সংক্ষিপ্ত পথসভা করেন। বনপাড়া বাজারে পথসভায় তিনি শুরুতেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নাটোরের কাঁচা গোল্লার মতোই মানুষগুলো মিষ্টি, আলহামদুলিল্লাহ।
তিনি অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে তার বক্তব্যে বলেন, দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। কাজেই সবার সহযোগিতা লাগবে একটি ভালো দেশ গঠন করার জন্য। আমরা চাই সব মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে ওঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে কুরআনের আইন লাগবে এবং কুরআনের আইন ছাড়া সম্ভব না বলেও তিনি মন্তব্য করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী বাজার, সনমান্দী গ্রামের বিভিন্ন মহল্লায় গণসংযোগ কর্মসূচি করা হয়। শেষে সনমান্দী বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা সেক্রেটারি (দক্ষিণ) আসাদুল ইসলাম আসাদ।
কর্মসূচিতে সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী- দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করা হয়।
দাওয়াতি গণসংযোগ কার্যক্রমের সময় হ্যান্ডমাইকে জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য ছাড়াও ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এতে করে এই কর্মসূচিতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শওকত, সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুমিন,সেক্রেটারি হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসাইন,সহসভাপতি আর্মী সাত্তার,সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি আমির হামজা,সনমান্দী ইউনিয়ন শিক্ষা বিষয়ক প্রধান ওসমান প্রমুখ।
গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের পরিচিত ফরম ও পুস্তিকা বিতরণ করা হয়।
পথসভায় বক্তরা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কোন রাজনীতি নয় এইটা সকলের দায়িত্ব আর জামায়াত ইসলাম যেহেতু এই কাজটি করছে তাই জামাত ইসলামের পক্ষে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান।
বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।