ইরানে দুই বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট ভবনের বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে গুলিতে দুই বিচারক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মধ্যম স্তরের শিয়া মুসলিম ধর্মগুরু মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, “সুপ্রিম কোর্টের তিনজন বিচারককে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের মধ্যে দুজন শহীদ এবং একজন আহত হয়েছেন। আক্রমণকারী আত্মহত্যা করেছে।”

হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট না হলেও বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, দুই বিচারক দীর্ঘদিন ধরে ‘গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদসহ জাতীয় নিরাপত্তা মামলায়’ জড়িত ছিলেন।

তিনি বলেছেন, “গত এক বছরে, বিচার বিভাগ গুপ্তচর এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে, যা শত্রুদের মধ্যে ক্ষোভ এবং বিরক্তির জন্ম দিয়েছে।”

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই মামলাগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ইরানি বিরোধী দলের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে সম্পর্কিত। 

বিরোধী দলের ওয়েবসাইটগুলো অতীতে জানিয়েছিল, মোগিসেহ রাজনৈতিক বন্দিদের বিচারে জড়িত ছিলেন।

এর আগে ১৯৯৮ সালে রাজিনিকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ