ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর বড় ভাইয়ের আত্মহত্যা
Published: 18th, January 2025 GMT
নিহত ছোট দুই ভাইয়ের মতোই নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে মোঃ জুয়েল (৪৫) নামের এক যুবক।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই
রুবেল এবং সাকিব ২০১৮ সালে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্যহত্যা করেন।
মৃত জুয়েল দাপা এলাকার আঃ আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকুরী করতেন। জুয়েলের দুটি শিশু ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার জমির জন্য বাবা ও বড় বোনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের চালের আরার সাথে রশি দিয়ে ঝুলে আত্যহত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত
বরিশালের উজিরপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান চলাকালে সিয়াম মোল্লা (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পেটে গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামে এক কিশোর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত দু’জন সম্পর্কে মামাতো ভাই।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সীমান্ত গ্রাম বাহেরঘাটে এ ঘটনা ঘটে। সিয়াম উজিরপুরের গড়িয়া গ্রামের রিপন মোল্লার ছেলে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানান, হাসপাতালে আনার পথে সিয়াম মারা যান। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত আরেক যুবককে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের গোয়েন্দা শাখার লোকজন মাদকবিরোধী অভিযানে গেলে হাতাহাতি হয়। সন্ধ্যার পর যৌথ বাহিনী ফের অভিযানে গেলে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে। তখন আত্মরক্ষায় গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তাঁর মোটরসাইকেলে তুলে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
এ বিষয়ে উজিরপুর থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আগৈলঝাড়া থানার ওসি জানান, ঘটনাস্থলে র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। আগৈলঝাড়া থানা পুলিশও ঘটনাস্থলে গেছে। দু’জন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।