ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এক সময়ের দাপুটে এই অভিনেতা এখন ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামে রেস্তোরাঁ। শুধু ঢাকাতেই নয়, দেশের অনেক স্থানে রেস্তোরাঁটির শাখা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ গত বছর মে মাসে এই চিত্রনায়ককে মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মনের মতো চরিত্র পেলে শত ব্যস্ততার ফাঁকে অভিনয়ে তিনি সময় দেন।
দীর্ঘ বিরতি শেষে গতকাল একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’’
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানুষ বলছে, আপনাদেরকে আরো ৫ বছর দেখতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। এসব দেখে মানুষ আমাকে বলছে, আপনাদেরকে আরো ৫ বছর দেখতে চাই।”
তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরো বাড়ানো হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন অ্যাডভাইজার আছেন। তবে, ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব। চিকেন নেক ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি। এগুলো উদ্ধার করতে হবে।
দেশে মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব সৃষ্টি করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।
শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না। এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে।
আগ্নেয়াস্ত্র বিষয়ে উপদেষ্টা বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সেদিক নজর রাখবে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা ভবনে অভ্যর্থনা কক্ষ, হাজতখানা প্রভৃতি ঘুরে দেখেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলায় হাওরে বোরো ধান কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর।
ঢাকা/মনোয়ার/রফিক