Risingbd:
2025-03-03@16:37:03 GMT

শুটিংয়ে ফিরলেন ওমর সানী

Published: 18th, January 2025 GMT

শুটিংয়ে ফিরলেন ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এক সময়ের দাপুটে এই অভিনেতা এখন ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামে রেস্তোরাঁ। শুধু ঢাকাতেই নয়, দেশের অনেক স্থানে রেস্তোরাঁটির শাখা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সর্বশেষ গত বছর মে মাসে এই চিত্রনায়ককে মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মনের মতো চরিত্র পেলে শত ব্যস্ততার ফাঁকে অভিনয়ে তিনি সময় দেন। 

দীর্ঘ বিরতি শেষে গতকাল একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’’

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ওমর স ন

এছাড়াও পড়ুন:

সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ