‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা গেছে, দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে ১৪ জানুয়ারি সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। তিনিই শয়নকক্ষের আলমারি থেকে বিদেশি পিস্তল বের করে দেন।
এ ঘটনায় ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
মতিউরের রহমানের সাথে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। ১৫ জানুয়ারি দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রবিবার (১৯ জানুয়ারি) তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।
ঢাকা/মামুন/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারগার থেকে বের হওয়ার পরপরই তাকে মারধর করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ কারা ফটকের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।”
আরো পড়ুন:
ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ওই যুবকদের আবদুল আজিজকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ আজ ছাড়া পাচ্ছেন- এমন খবর জানতে পেরে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। আবদুল আজিজ যখন কারাগার থেকে মুক্ত হয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ধরেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন ছাত্র-জনতা।
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে আজ করাগার থেকে ছাড়া পান আবদুল আজিজ।
ঢাকা/অদিত্য/মাসুদ