দেশ বাঁচাও, মানুষ বাঁচাও— স্লোগানে জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল দক্ষিণ জেলার মতবিনিময় সভা করেছে। এ উপলক্ষে শহরের অশ্বিনী কুমার হলের সামনে শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে মতবিনিময় সভার সূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের সূচনা পর্বের পর নগরীতে শোভাযাত্রা বের করা হয়। তারা ফের অশ্বিনী কুমার হলে এসে সভায় অংশ নেয়। এখানে নেতারা বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফায় দেশের জনগণের চাহিদার কথা তুলে ধরা হয়েছে। আমরা এই মতবিনিময় সভার মধ্য দিয়ে তা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতে চাই। যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে জাতীয়তাবাদী দল কী চাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে তাদের জন্য কতটা উপযোগী হবে।’’
এস এম মাইনুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
আরো পড়ুন:
বিএনপির পায়ের নিচের মাটি সরে গেছে: চরমোনাই পীর
‘নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না’
ঢাকা/অনিক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মঙ্গল গ্রহ লাল কেন
দূর থেকে মঙ্গল গ্রহকে একটি বিশাল লোহার লাল বলের মতো মনে হয়। মঙ্গল গ্রহের লাল রঙের রহস্য জানতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে মঙ্গল গ্রহের রং লাল কেন, তা নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পানিতে নানা ধরনের খনিজ ছিল। পানিতে থাকা আয়রন খনিজ ফেরিহাইড্রাইটের কারণে মঙ্গল গ্রহে লাল ধূলিকণা তৈরি হতে পারে। এর ফলে মঙ্গল গ্রহের রং লাল দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাডাম ভ্যালান্টিনাস জানিয়েছেন, মঙ্গল গ্রহ কেন লাল রঙের, এমন একটি মৌলিক প্রশ্ন শত শত বছর ধরে করা হচ্ছে। নতুন গবেষণায় দেখা গেছে, সেখানে ফেরিহাইড্রাইট ধূলিকণা সর্বত্র রয়েছে। সম্ভবত বিভিন্ন শিলার গঠনেও এই উপাদান রয়েছে। নতুন গবেষণার তথ্যমতে, মঙ্গল গ্রহ অতীতে বাসযোগ্য ছিল।
বিজ্ঞানীরা নতুন তথ্য জানতে একাধিক মঙ্গল মিশনের তথ্য বিশ্লেষণ করেছেন। এ বিষয়ে বিজ্ঞানী অ্যাডাম ভ্যালান্টিনাস বলেন, ‘আমরা প্রাচীন মঙ্গলের জলবায়ু সম্পর্কে জানতে চাই। মঙ্গলের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই। মঙ্গল গ্রহের বাতাসের মাধ্যমে খনিজসমৃদ্ধ ধূলিকণা সর্বত্র ছড়িয়ে পড়ছে বলে গ্রহের আইকনিক লাল চেহারা তৈরি হয়েছে।’
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহে অতীতে শীতল কিন্তু আর্দ্র ও সম্ভাব্য বাসযোগ্য জলবায়ু ছিল। মঙ্গল গ্রহের বর্তমান বায়ুমণ্ডল ঠান্ডা ও পাতলা হওয়ার কারণে তরল পানি ধারণ করার উপযোগী নয়। দীর্ঘ সময় ধরে এমন বায়ুমণ্ডল দেখা যাচ্ছে মঙ্গল গ্রহে।
সূত্র: নাসা