অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
Published: 18th, January 2025 GMT
কর ও ভ্যাট বাড়ানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের কাছে যেতে হয়।”
তিনি বলেছেন, “আমরা প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা দেখিনি। যারা কর দেয় না, তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা জানা গেল না। এটা আমাদের চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে, এই আশঙ্কা করছি।”
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শ্বেতপত্র প্রণয়ন কমিটি, ২০২৪ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে এসব কথা বলেন ড.
এই অর্থনীতিবিদ বলেন, “এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই, তারা ধৈর্যহারা হয়ে যাব। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকে সরে যেতে পারেন।”
তিনি অভিযোগ করেন, সুষম, অন্তর্ভুক্তিমূলক, টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো দরকার বা সংস্কার দরকার, সেই রকমের কোনো রূপরেখা আমরা দেখলাম না। অন্তর্বর্তী সরকার কোনো সংশোধিত বাজেট দিতে পারেনি।
রেকর্ড পরিমাণ আমন ধান উৎপাদন করেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই বলেও জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, “ধান-চাল সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল, এখনো আছে। কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে।”
এ সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে, সে প্রশ্নও তুলেছেন এই অর্থনীতিবিদ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আগামী বাজেটকে কেন্দ্র করে সরকারের অর্থনৈতিক আলোচনা দরকার। প্রবৃদ্ধির ধার কমে গেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থানে সমস্যা রয়ে গেছে।”
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম
কে–পপ বয় ব্যান্ড সেভেনটিনের এক দশক পূর্তি হবে আগামী ২৬ মে। একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’ প্রকাশ করবে ব্যান্ডটি।
প্রায় তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে। সবশেষ ২০২২ সালে ‘ফেস দ্য সান’ শিরোনামে একটি অ্যালবাম এনেছিল ব্যান্ডটি।
‘হ্যাপি বার্থডে’ ও ‘বার্স্ট’ শব্দ মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। গ্রুপের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট বলেছে, ‘দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।’
এপ্রিলে জাপানের ওসাকায় ও মে মাসে সাইতামাতে ফ্যান মিট করবে সেভেনটিন। ১৩ সদস্যের ব্যান্ডটি গঠিত হয়েছে ২০১৫ সালের ২৬ মে। এদিন ব্যান্ডের প্রথম ইপি ‘১৭ ক্যারাট’ প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।
আরও পড়ুনকে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড০৫ জুলাই ২০২৩