বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সকাল ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণের মধ্যেই বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকে নিয়ে আসা হবে।

ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাস ও স্ত্রীর নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুদ বিশ্বাস নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়।

এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারতকে যে ‘প্রথম’ উপহার দিলেন হেনরি

১৯৯৮ থেকে ২০২৫—এই ২৭ বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি ৩২টি ম্যাচ খেলেছে ভারত। দুবাইয়ে আজ ৩২তম ম্যাচে এসেই একটি প্রথমের দেখা পেল ভারতীয়রা। ভারতকে সেই ‘প্রথম’টা উপহার দিলেন ম্যাট হেনরি।

নিউজিল্যান্ড পেসার আজ ৫ উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে এর আগে কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। দুবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে আজকের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং ছিল নাভিদ-উল-হাসান। পাকিস্তানি পেসার ২০০৪ সালে এজবাস্টনে ২৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার শোয়েব আখতারও।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেরা বোলিং

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেট পেলেন হেনরি। প্রথম দুজন শেইন ও’কনর ও জ্যাকব ওরামও ছিলেন পেসার। বাঁহাতি পেসার ও’কনর ২০০০ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানে নেন ৫ উইকেট। চার বছর পর ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৬ রানে ৫ উইকেট নেন ওরাম।

আরও পড়ুন৩০০–তে ব্যর্থ কোহলি, বেশির ভাগই তাই; একমাত্র সেঞ্চুরিটা কার১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে সব মিলিয়ে ৫ উইকেট নেওয়ার ঘটনা ১৪টি। কোনো বোলার একাধিকবার ৫ উইকেট পাননি। ১৯৯৮ সালে ঢাকায় প্রথম টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার ৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এটিই ছিল চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিং। ওই দিন এজবাস্টনে কেনিয়ার বিপক্ষে ১১ রানে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফের

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতকে যে ‘প্রথম’ উপহার দিলেন হেনরি