তিন দল নিয়ে নারী বিপিএল, কবে থেকে শুরু
Published: 18th, January 2025 GMT
ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০। বৃহস্পতিবার চট্টগ্রামে বিসিবি পরিচালকদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন সভাপতি ফারুক আহমেদ। তিনটি দল নিয়ে প্রথম বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
ছেলেদের বিপিএল থেকে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে পারে বলে জানান হাবিবুল বাশার। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল নীতিগতভাবে নারী বিপিএলে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দলটি বাইরে থেকেও হতে পারে।
পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটি বিপিএল করা যায় কিনা, সেটি নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’
তিনি জানান, ছেলেদের বিপিএল শেষ হলে মাঠে গড়াবে নারী বিপিএল। একজন করে বিদেশি ক্রিকেটার খেলবে প্রতিটি দলে। ৮ থেকে ৯ দিনের লিগে সাতটি ম্যাচ হবে ফাইনালসহ। প্রথম আসর হওয়ায় তিন দল নিয়ে খেলার সিদ্ধান্ত। দেশি ক্রিকেটারদের সুযোগ বেশি দিতে বিদেশি একজন বলে জানান নারী ক্রিকেটের প্রধান বাশার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
আরো পড়ুন:
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের
‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব