খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জে দোয়া
Published: 18th, January 2025 GMT
গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনো, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কেএম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়া, সাবেক যুবদল নেতা মো.
এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন। তার সাথে তার বড় ছেলে তারেক রহমানও ফিরবেন। তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ফের ক্ষমতায় যাবে এবং দেশ ও মানুষের জন্য কাজ করবেন।
ঢাকা/বাদল/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাপাসিয়ায় অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক
অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে শুরু হয় নাটকটি। মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয় নাটকটির মঞ্চায়ন।
এ নাটকে অংশ নেন নরসিংদীর ভেলানগর এলাকার দিপ্তি নাট্য সংস্থা নামক একটি যাত্রা দলের ১৭ জন অভিনয় শিল্পী ও স্থানীয় চারজন অভিনেতা। নাটক পরিবেশনকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, কাপাসিয়ার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক।
আয়োজক শামসুল হক জানান, তিনি ৩০ হাজার টাকা চুক্তিতে ‘আপন-দুলাল’ নাটকটি মঞ্চায়নের জন্য নরসিংদীর ভেলানগরের দিপ্তি নাট্য সংস্থা নামক যাত্রা দলকে ভাড়া করেন। তাছাড়া সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনসহ ৫০ হাজার টাকা খরচ হয়। গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘আপন দুলাল’ গীতি নাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঈদ পরবর্তী সময়ে বিনোদন দিতে পেরে আনন্দ অনুভব করছেন তিনি।
দিপ্তি নাট্য সংস্থার স্বত্বাধিকারী মো. হাসান জানান, তাঁর দলের পেশাদার সাতজন নারী ও পাঁচজন পুরুষ শিল্পীসহ ১৭ জন অভিনয় শিল্পীকে নিয়ে নাটকটি মঞ্চস্থ করেন। তাছাড়া স্থানীয় চারজন অভিনেতা কিছু কিছু খণ্ডচিত্রে অভিনয় করেছেন। আয়োজক ও দর্শকের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, তিনি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাটকসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা সব সময়ই করে থাকেন। এ নাটক পরিবেশন নিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন এবং স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীর সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটকটি মঞ্চায়নের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খুবই শান্তিপূর্ণ পরিবেশে নাটকটি মঞ্চস্থ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা বাতিল করা হয়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লিদের সঙ্গে আলোচনা হয়। পরে নাটকটি শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।