উপহার কার্ড বা গিফট কার্ড প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের দারুণ অভিজ্ঞতা দিতে পারে। এই উপহারকে ‘নিখুঁত উপহার’ও বলা যায়। গিফট কার্ড দিয়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি কিনে নিতে পারেন এর গ্রাহক। বিগত কয়েক বছর ধরে গিফট কার্ডগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। খুচরা কেনাকাট ছাড়াও এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ, স্পা, এমনকি ভ্রমণ বুকিংয়ের জন্য ব্যবহার করা যাচ্ছে গিফট কার্ড। উপহার হিসেবে কাউকে গিফট কার্ড দিয়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

যারা উপহার হিসেবে গিফট কার্ড পেয়েছেন তারা আজকের দিনে এই কার্ড দিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন। আজ গিফট কার্ড দিয়ে কেনাকাটার দিন। ১৮ জানুয়ারি, গিফট কার্ড ব্যবহার দিবস।

জানা যায়, ট্র্যাসি টিলসন নামের একজন মার্কিনের হাত ধরে ২০২০ সালে দিনটি উদযাপন শুরু হয়েছিল। গিফট কার্ডের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে মানুষের ভেতর সচেতনতা তৈরি করতে দিবসটির সূচনা করেন তিনি।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার  এবং হুরে

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপহ র

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ