ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে অবস্থানে আছে, নিজেদের যে ব্র্যান্ড তৈরি করেছে তাতে একটি আইসিসি শিরোপা সময়ের দাবি বলে মনে করছেন বিখ্যাত দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী আর্থার চলমান বিপিএলে রংপুর রাইডার্সের কোচ হিসেবে কাজ করছেন। তার অধীনে আট ম্যাচে আটটি জিতে রংপুর অনায়েসে চলে গেছে প্লে অফে। এর আগে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে এসেছিলেন।

৫৬ বছর বয়সী এই হাই প্রোফাইল কোচ এর আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের ক্রিকেটের পথ চলা, পরিবর্তন এবং বর্তমান অবস্থান সবটাই তার ভালোভাবে জানা। তাইতো পারফরম্যান্সের স্বীকৃতির জন্য একটি আইসিসি ইভেন্টের শিরোপা জেতার তাগিদ দিলেন।

আরো পড়ুন:

‘বিদেশীরা সাপোর্ট না করলে ১৫০ রানও চেজ করতে পারব না’ 

খালেদের মায়ের প্রতি শোক প্রকাশ করে লড়াইয়ে চিটাগং-রংপুর 

রাইজিংবিডির মুখোমুখি হয়ে নিজের কোচিং, বাংলাদেশ ক্রিকেট, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্থার।

শুরুতে আপনার কোচিংয়ের দর্শন সম্পর্কে জানতে চাইবো?

মিকি আর্থারঃ অনেককিছু ঘিরেই আমার কোচিং ক্যারিয়ার। প্রথমত, আপনাকে অবশ্যই একটি ইতিবাচক পরিবেশ তৈরী করতে হবে যেখানে একজন খেলোয়াড় যতটা সম্ভব সেরা হতে পারে, সম্ভাব্য সবদিকেই যাতে সে সেরা হয়ে ওঠে। একজন খেলোয়াড় সেরা হয়ে উঠে মানসিক, শারীরিক এবং টেকনিক্যাল এই তিনের সমন্বয়ে।

বিস্তারিত বলতে পারবেন?

মিকি আর্থারঃ টেকনিক্যালি একজন খেলোয়াড়কে হাতে-কলমে সেরা করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। শারীরিক দিকটা হলো, তাদের টিকে থাকার দক্ষতা যা তাদের ক্যারিয়ারকে দীর্ঘস্থায়ী করে। মানসিকভাবে তাদেরকে আত্মবিশ্বাস দেওয়া হয় যে, টেকনিক্যাল দক্ষতা পেয়েও যেটা তারা করতে পারেনি সেটা করার। এই দিকটা ক্যারিয়ারে চাপ সামলাতে ভালো কাজ করে। আমি বলি, পথ ধরে আগাও, টেকনিক্যাল দক্ষতা কাজে লাগিয়ে ডানা মেলে ওড়ো; যা তাদেরকে আরো দক্ষ করে তুলবে এবং সেরা হতে সহায়তা করবে। ডানা মেলে ওড়ার অর্থ তাদের চরিত্রের সবটা মেলে ধরা।

খেলোয়াড়দের নিয়ে খোলামনে থাকা কোচদের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

মিকি আর্থারঃ একেক ক্রিকেটার একেকরকম। কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতা দরকার। এটার ফলে একটি দলের ভালো ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্র্যান্ড তৈরী করা যায়। এর ফলে দল বাছাই করা থেকে শুরু করে মানানসই খেলোয়াড় পাওয়া যায়। একজন খেলোয়াড়কে তার নির্দিষ্ট ভূমিকায় খেলানোর ক্ষেত্রেও এই (মত প্রকাশের স্বাধীনতা) স্বচ্ছতা বেশ ভূমিকা রাখে।

আমি প্রায়ই (খেলোয়াড়দের) বলতাম আমি হেডমাস্টার হবো না, তোমার পিতা হবো না, না হবো আমি তোমার সেরা বন্ধু কিংবা চাচা। আমি টাস্কমাস্টার হতে চাই কারণ এটি তোমাকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে।

বিপিএলে এর আগেও এসেছেন। এবারও এলেন। এতোদিন যেখানে যাওয়ার কথা ছিল, যে মান ধরে রাখার কথা ছিল সেটা কী পেরেছে?

মিকি আর্থারঃ আমি মনে করি এটা সত্যিই খুব ভালো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশের জন্য অনেক তরুণ ক্রিকেটার তৈরী হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই প্রতিযোগিতা এমন হওয়া উচিত যেখানে তরুণ খেলোয়াড়রা গড়ে উঠতে পারে। আরেকটা ব্যাপার হলো, আমার ফ্র্যাঞ্চাইজি রংপুর অবিশ্বাস্য রকমের ভালো একটি দল। তারা খুবই পেশাদারভাবে পরিচালিত।

কিন্তু আমি যা ভাবছি তা হলো, এই চমৎকার প্রতিযোগিতাটি (বিপিএল) উন্নতির দিকে নিয়ে যেতে হবে। সকল দলগুলোকে ভালোভাবে পরিচালনা থেকে শুরু করে আরো পেশাদার হতে হবে। তবে আমি নিশ্চিত নই প্রত্যেকেই সেই প্রক্রিয়ায় আছে কিনা!
বাংলাদেশের খেলোয়াড়দের অসাধারণত্ব দেখে আমি যে অবাক হয়েছি সেটা বলবো না। তারা অনেক মেধাবী খেলোয়াড় পেয়েছে, আরো অনেক মেধাবী আছে যারা এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানানসই। আমি যখন ঢাকা ডায়নামাইটের কোচ হয়ে আসি, তখনও মেধাবীদের সংখ্যাটা প্রায় এমনই ছিল। এখন আরো অনেকে আসছে।

আপনার দলের অধিনায়ক নুরুল হাসান সোহান সম্পর্কে জানতে চাইবো। মাঠে তার উপস্থিতি ভিন্ন একটা আবহ তৈরি করে দেয়…

মিকি আর্থারঃ সোহান অসাধারণ। আমি মনে করি সে অসাধারণ অধিনায়ক, চমৎকার নেতা; আমি তাকে দেখে এতোটাই মুগ্ধ হয়েছি। মাঠে সে টেকনিক্যালি খুব ভালো, মাঠের বাইরেও সে দলের ভেতর খুব ভালোভাবে গতিশীলতা সঞ্চার করে। সে অবিশ্বাস্য একজন উইকেট-রক্ষক, তার কিপিং দক্ষতা খুবই ভালো। সেই সঙ্গে এও যোগ করি, তার ব্যাটিংও যথেষ্ট ভালো। সে সামনেও বেশ ভালো করবে। আমি সত্যিই বিশ্বাস করি, সোহান একজন ব্যতিক্রমী নেতা।

 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফেব্রুয়ারিতে। এই প্রতিযোগিতাকে নিয়ে কী বলবেন?

মিকি আর্থারঃ চ্যাম্পিয়নস ট্রফি খুবই ভালো প্রতিযোগিতা, তবে খুবই ছোট পরিসর। সেখানে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে। এখানে সেরা আট দল আছে এবং এখানে কোনো ভুলের সুযোগ নেই বলেই মনে করি। এটা চমৎকার আসর। আসন্ন এই আসরে যারা শিরোপা দখলে রেখেছে, তারাই আবার জিততে পারে বলেই ধারণা।

তাহলে কি পাকিস্তানকেই আপনি এগিয়ে রাখছেন?

মিকি আর্থারঃ ভারত বড় প্রতিদ্বন্দ্বী, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলও রয়েছে এবং আমি আরেকটি নাম উল্লেখ করতে চাই। আফগানিস্তান এমন একটি দল, কন্ডিশনের কারণে যাদের সুযোগ রয়েছে (শিরোপা জেতার)। তারা এখানে (পাকিস্তানে) নিয়মিত খেলেছে এবং তাদের ব্যাটসম্যানরা কন্ডিশন খুব ভালো জানে।

শেষবার যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, আপনি পাকিস্তানের হয়ে শিরোপা জিতেছিলেন? শিরোপা জেতার সফরটা নিয়ে জানতে চাই…

মিকি আর্থারঃ আমরা (পাকিস্তান) যখন চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলাম তখন আট নম্বরে (র‍্যাংকিংয়ে) ছিলাম। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পরের ম্যাচ জিততেই হতো। এরপরের সবকটি আমরা জিতেছি কারণ, সেরা ক্রিকেটটাই খেলেছি। সবাই একবিন্দুতে মিলে গিয়েছিলাম এবং প্রত্যেক খেলোয়াড় যার যার ভূমিকা পালন করেছে। আপনি একবার ছন্দ পেয়ে গেলে খুবই শক্তিশালী হয়ে উঠবেন। তখন পরিস্থিতির সঙ্গে আত্মবিশ্বাসও পক্ষে চলে আসে।

এবার কে জিতবে? আপনার ভবিষ্যদ্বাণী কী?

মিকি আর্থারঃ আমি সত্যিই বিশ্বাস করি, যেকোনো দল এই আসরে গিয়ে শিরোপা জিততে পারে। তাই এটা খুবই উপভোগ্য হতে যাচ্ছে। খুব সাধারণ একটা কারণেই এটা চমৎকার আসর হতে যাচ্ছে, আপনাকে প্রতিটি খেলাই জিততে হবে। তাই হ্যাঁ, বাংলাদেশের সামনেও অন্য সব দলের মতো একই সুযোগ থাকছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন কাজ কী হবে? যেহেতু তারা গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে?

মিকি আর্থারঃ ওয়ানডেতে বাংলাদেশ খুবই ভালো খেলছে। কিন্তু আপনাকে আসলে বিচার করা হবে শিরোপা দিয়ে। আমি বিশ্বাস করি, প্রতিটি দলের মতো তাদেরও এটা জেতা উচিত। কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ট্রফিটি জেতা প্রয়োজন। ক্রিকেটের মাধ্যমে যে ব্র্যান্ড (বাংলাদেশে) তৈরি করা হয়েছে, সেটার জন্যেও শোকেসে বাংলাদেশের একটি ট্রফি দরকার।
দক্ষিণ আফ্রিকার কথাই ধরুন, সবসময় তিন ফরম্যাটে শীর্ষে থাকে কিন্তু আমরা কখনো আইসিসির কোনো শিরোপা জিততে পারিনি। যে দল আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি, মানুষ তাদেরকে মনে রাখে না। বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল কিন্তু এটার স্বীকৃতির জন্যে হলেও তাদেরকে কিছু জিততে হবে।

 

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল একজন খ ল য় ড় আর থ র র জন য আইস স আপন ক

এছাড়াও পড়ুন:

অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তাঁর হাতে।

স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মঞ্চে উঠে আবেগাপ্লুত জোয়ি তাঁর মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

তার এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর আগ্রাসন চালাচ্ছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে
  • অনিয়মের খোঁজ নেওয়ায় সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বেরোবি কর্মকর্তা
  • ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
  • ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম, কাটা হলো দুই আঙুল
  • ৭টি মৌলিক হক
  • ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা: পশ্চিমাদের জেগে ওঠার বার্তা
  • নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫
  • হাতে ভাজা মুড়ি, শাশুড়ির পেশাকে বাঁচিয়ে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্চনা
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো