‘রিডিফাইনিং ফিউচার টুগেদার’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন হেডকোয়ার্টার্সে শুরু হয়েছে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী ‘পার্টনার্স সামিট-২০২৫’। 

শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) সকালে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না। 

সম্মেলন উপলক্ষে ওয়ালটন হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হেডকোয়ার্টার্স। 

সম্মেলনে অংশ নিতে দেশজুড়ে ওয়ালটন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ১ হাজারের অধিক ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছেছেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে হেডকোয়ার্টার্স আঙিনায়। অতিথিরা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সে পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দেখে অভিভূত হন। 

সম্মেলনে আরো উপস্থিত আছেন—ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো.

ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে সমাপ্ত হবে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের এ সম্মেলন। 

ঢাকা/একরাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন 

মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্রান্ড ‘লা রিভ’। ব্রান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে সব বয়সের নারী, পুরুষের জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সাথে যুক্ত থাকতে আপনার সকল ‘মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫।

আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। যার অর্থ গতি বা এগিয়ে চলা। আমাদের যেকোনো মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্ক্ষা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু-সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।

ফেব্রিক বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয় এমন কাপড় বেছে নেওয়া হয়েছে এইবার। এজন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন হয়েছে। যেমন, এবার একই পোশাকে জুম ও ক্রেপের সাথে মসলিন যোগ হয়েছে। সিল্কের সাথে মসলিনের চমৎকার কম্বিনেশন দেখা যাবে পার্টি কালেকশনে। ডিজাইনে রিল্যাক্সড প্যাটার্নে রাখা হয়েছে যেন পোশাকের মুভমেন্টে জয়ফুল এক্সপ্রেশন আসে। কারচুপি, এমব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে।

তিনি বলেন, প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝরোখা প্রিন্ট যার ইন্সপিরেশন মোঘল-ধাঁচের কারুকাজ। একই সাথে আমরা এথনিক মান্দালা প্রিন্ট ব্যবহার করেছি। নেচারের বিভিন্ন এলিমেন্ট যেমন পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে এবার। লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোই’র মত ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে দেখা যাবে।

মন্নুজান নার্গিস যোগ করেন, পোশাকের সৃজনশীলতায় এই ইতিবাচকতা ফুটিয়ে তোলার পাশাপাশি আমরা গ্রাহক সেবাতেও নিয়ে এসেছি ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন। এআই এই মুহূর্তে আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টপিক। আমরা আমাদের গ্রাহক দের অনলাইন অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে লা রিভের ওয়েব সাইটে যুক্ত করেছি ভার্চুয়াল ট্রায়াল রুম। এখন থেকে লা রিভের কাস্টমাররা আমাদের এই এআই  টুল মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে তাকে কেমন দেখাচ্ছে। ঈদের আনন্দঘন মুহূর্তে আমাদের গ্রাহকদের বহুল প্রতীক্ষিত এই সেবাটি দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান উপযোগী থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুণ সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।

পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ফ্যাশন-ফরোয়ার্ড টিন’দের জন্য রয়েছে বয়স-উপযোগী উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্টসহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগী পোশাক।

লা রিভ ঈদ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ মার্চ ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (২ মার্চ ২০২৫)
  • ট্রিপ অ্যাডভাইজারের দৃষ্টিতে, ২০২৫ সালে বিশ্বের সেরা যে ১০ সমুদ্রসৈকত
  • জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
  • ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন