ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় জাফর হোসেন (৫৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তাৎক্ষণিক অপরজনের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে অটোরিকশাযোগ ৪ জন ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়, আহত হন ৪ জন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

এ সময় বিভাগের আওতাধীন ৩ জন জোনাল ম্যানেজার, ৪৭টি শাখা ব্যবস্থাপক এবং ৪টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ