পুলিশি হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান শাহাদত হোসেন কলম। 

শাহাদত হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার খোকা মিয়ার ছেলে। 

এর আগে গত মঙ্গলবার রাত ৮টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের বিকাশ দোকানীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনের মধ্যে আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের চৌধুরী পাড়ার চয়েন চৌকিদারের ছেলে বাধন নামে একজনকে তিলকপুর বাজারেই ধরে ফেলে জনগণ। অপর দু’জন একই গ্রামের শাহাদত হোসেন কলম ও মোস্তাকিন পালোয়ানের ছেলে রাজু পালোয়ানকে ধাওয়া করে আদমদীঘি উপজেলার আমইলে ধরে ফেলে জনগণ। এ সময় ওই দুইজনকে গণপিটুনি দেওয়া হয়। এক পর্যায়ে জনগণের মধ্যে কেউ একজন রাজু পালোয়ানের পায়ের রগ কেটে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। পরে বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলম টয়লেটে যাওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যান। পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পাহারার দায়িত্বে ছিলেন পুলিশ লাইনসের একজন সহকারী উপ-পরিদর্শক (এসআই) এবং দুজন কনস্টেবল। 

হাসপাতাল থেকে পালানো শাহাদত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “মহাদেবপুর গ্রামে শ্যালিকার বাড়িতে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আক্কেলপুর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হবে। শাহাদতসহ আরো যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়।” 

এদিকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়া পুলিশ লাইনসের রিজার্ভ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ও কনস্টেবল জাকিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। 

তিনি বলেন, “ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.

মোস্তফা মঞ্জুরকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে শাহাদত হোসেনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা হবে।”

ঢাকা/এনাম/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র

এছাড়াও পড়ুন:

কখনো বলিনি, আগে নির্বাচন, পরে সংস্কার: মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা কখনো এ কথা বলিনি যে, আগে নির্বাচন, তার পরে সংস্কার। এটা যদি কেউ বলে, তাহলে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্থার দরকার, সেটা করতে হচ্ছে।”

তিনি বলেন, “যারা সংস্কার করতে এসেছেন, তারা জনগণের বাইরে গিয়ে কিছু করলে বিএনপি তা সমর্থন করবে না। জনগণ যেটা চাইবে, আমরা সেটাকেই সমর্থন করব।”

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য ও রাষ্ট্র পরিচালনার জন্যে। এটাই একমাত্র ব্যবস্থা, যেখানে মানুষের বক্তব্য বিবেচনায় নেওয়া হয়, নির্বাচিত সরকার দেশ চালায়। এই যে আমরা একটা ভয়ে থাকি যে, রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে যায়। স্বৈরাচার হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। সুতরাং, এখানে গণতন্ত্রের কোনো দোষ নেই। গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা, তা না হলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে, ফ্যাসিবাদের জন্ম হবে। বিএনপির সময়ে কখনো ফ্যাসিবাদের উত্থান হয়নি বা কর্তৃত্ববাদের উত্থান হয়নি। 

সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে একটা প্রচারণা চালানো হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরাই সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/হিমেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এ সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, সম্ভাবনাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, কোনো সম্ভাবনাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল
  • ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারকে ৩০ লাখ ডলার অনুদান দেবে এডিবি
  • কখনো বলিনি, আগে নির্বাচন, পরে সংস্কার: মির্জা ফখরুল 
  • বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল
  • কোন কোন উপদেষ্টাকে সরাতে বলেছেন মির্জা ফখরুল
  • শুনেছি লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: তথ্য উপদেষ্টা
  • নির্বাচনের পর সংস্কার: নব্বইয়ের অভ্যুত্থানের ব্যর্থতা কি ভুলে যাব