দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এ জেলায় বর্তমানের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে যোগ দিতে ট্রেন বোঝাই হয়ে মানুষ লালমনিরহাট যাচ্ছে।

 শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার রেলস্টেশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেনের ছাদে গাদাগাদি করে মানুষকে মাহফিলের দিকে ছুটে যেতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এসব মানুষ ।

পীরগাছা কান্দি এলাকা থেকে আসা ট্রেনের ছাদে চড়ে যাচ্ছিলেন একরামুল, মাজেদুল, জিল্লুর রহমান। নামের তিন যুবকের সাথে কথা হলে তারা জানান, ফেসবুক ইউটিউবে মাওলানা আজহারী হুজুরের বক্তব্য শুনে খুব ভালো লাগে। আজ তিনি উত্তরবঙ্গের পাশের জেলা লালমনিরহাটে আসছেন, তাই ভিড় ঠেলে ট্রেনের ছাদে করে তারা সেখানে যাচ্ছেন। 

আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, পাশাপাশি তিনটি মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

মাহফিলের একদিন আগেই লালমনিরহাটের তিনটি মাঠে তৈরি করা প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতে স্থান সংকুলান করতে আয়োজকদের হিমশিম খেতে হচ্ছে। আজ ভোর থেকেই মানুষের ঢল শুরু হওয়ায় আশপাশের এলাকাগুলোতেও ভিড় বেড়েছে।

মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আয়োজক কমিটির জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ফিরোজ হায়দার লাভলু বলেন, “মানুষের উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মাহফিলকে ঘিরে মানুষের এই আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। আমরা আশা করছি, মাওলানা আজহারীর বয়ান মানুষের হৃদয়ে স্পর্শ করবে এবং ধর্মীয় অনুপ্রেরণা যোগাবে।”

আজ দুপুর ২টায় শুরু হবে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল। এ উপলক্ষে লালমনিরহাটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

ঢাকা/আমিরুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ মার্চ ২০২৫)

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’।মেয়েদের ১ম ওয়ানডে

নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা
সকাল ৭টা ???? সনি স্পোর্টস টেন ৫

ঢাকা প্রিমিয়ার লিগ

ধানমন্ডি ক্লাব–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা ???? টি স্পোর্টস

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

১ম সেমিফাইনাল
ভারত–অস্ট্রেলিয়া
বিকেল ৩টা ???? নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ২

এএফসি চ্যাম্পিয়নস লিগ

পাখতাকোর–আল হিলাল
রাত ১০টা ???? স্পোর্টস ১৮–১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলা
রাত ১১–৪৫ মি. ???? সনি স্পোর্টস টেন ২

রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদ
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–লিল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ৫

পিএসভি–আর্সেনাল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ