কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল
Published: 18th, January 2025 GMT
কৃষি গুচ্ছের অধীনে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ এপ্রিল। ওই দিন বেলা ১১টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা হবে। এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
শুক্রবার (১৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.
ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেছেন, “বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাকৃবি উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির একটি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
সভায় কৃষি গুচ্ছের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩ শতাংশ, প্রতিবন্ধী কোটা ১ শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/পার্বত্য অঞ্চলের বাসিন্দা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ–সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।
কৃষি গুচ্ছে থাকা নয়টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
ঢাকা/লিখন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ এপ্রিল ২০২৫)
আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ।আইপিএল
কলকাতা নাইট রাইডার্স–সানরাইজার্স হায়দরাবাদ
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
চেলসি–টটেনহাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১