সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। তার মধ্যে এলো জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়ালের মৃত্যুর খবর। ‘ধরতিপুত্র নন্দিনী’র লেখক ধীরজ মিশ্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমান জয়সাওয়াল। সুদর্শন চেহারা এবং রসিক স্বভাব দিয়ে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি। আর সেই হাসিখুশি মেজাজের ২২ বছরের ছেলেটিই চিরতরে বিদায় নিলেন পৃথিবী থেকে।

ধীরজ মিশ্র ভারতীয় গণমাধ্যম সূত্রে জানান, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন আমান। সেখানেই যোগেশ্বরী সড়কে তার মোটরসাইকেলে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমান জয়সাওয়ালের।

উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বাইতে কেরিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমান। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন। সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিক। একজন মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন জনপ র য়

এছাড়াও পড়ুন:

ভূমি ভাবতেই পারেননি তার জীবনে এমন সুযোগ কখনও আসবে

বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকারের গল্পটা শুরু হয়েছিল ১০ বছর আগে ‘দম লাগা কে হাইশা’ সিনেমার মধ্য দিয়ে। ‘দম লাগা কে হাইশা’ ছবিতে তাঁর চরিত্র ছিল সাহসী, বাস্তব আর সামাজিক দৃষ্টিভঙ্গির প্রতিবিম্ব। সেদিন কেউ ভাবেননি এই মেয়ে একদিন গ্ল্যামার আর ঝলকানিতে ভরা চরিত্রে দাপিয়ে বেড়াবেন। কিন্তু সময় বদলেছে, বদলেছেন ভূমিও। 

তবে একটি জিনিস বদলায়নি– তাঁর আত্মবিশ্বাস। ২০২৫ সালে এসে ভূমি ওয়েব সিরিজ জগতে পা রাখছেন। তাঁকে দেখা যাবে ‘দ্য রয়্যালস’ নামের সিরিজে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ঈশান খট্টার। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশের পর এ জুটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সিরিজে অভিনয় প্রসঙ্গে ভূমি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। এ সিরিজ নিয়ে আমি চাঁদে ওঠার স্বপ্ন দেখছি না, শুধু চাই সবাই কাজটাকে ঠিকভাবে দেখুক। এখন পর্যন্ত যা কিছু প্রকাশ পেয়েছে, তাতে অনেক ভালোবাসা পেয়েছি। ঈশানের সঙ্গে কাজ করাও বেশ আনন্দের।’ 

এ সিরিজে ভূমিকে দেখা যাবে একজন গ্ল্যামারাস ও সফল নারী উদ্যোক্তার ভূমিকায়। এক দশক আগে যে অভিনেত্রী নিজের শরীর নিয়ে সামাজিক বার্তা দিতে সিনেমায় এসেছিলেন, আজ তিনিই ধরা দিচ্ছেন একদম ফ্যাশন-ফরোয়ার্ড, ঝকঝকে এক চরিত্রে। তবে এ পরিবর্তনে তিনি গর্বিত হলেও, আত্মবিশ্বাস হারাননি নিজের পুরোনো রূপে ফিরতে।

ভূমি বলেন, ‘আমি আজকের ভূমি হতে পেরেছি বলেই পুরোনো ভূমিও আজও বাঁচে আমার মধ্যে।’ তবে শুধু গ্ল্যামার নয়, ভূমির পথচলা বরাবরই এক সামাজিক দায়িত্বের সঙ্গী। তিনি বিশ্বাস করেন, তাঁর প্রথম ছবিই তাঁকে এ দিকচিহ্ন দিয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ভূমি বলেন, “যখন ‘দম লাগা কে হাইশা’ দিয়ে যাত্রা শুরু করেছিলাম, তখন ভাবতেই পারিনি আমি ‘দ্য রয়্যালস’ সিরিজে একদিন এমন একটি চরিত্র করব।

 এ সিরিজে আমি একেবারে নায়িকাসুলভ একটি চরিত্রে আছি। যদি আবার এমন কোনো চরিত্র করতে হয়, যেখানে আমায় নিজেকে বদলাতে হবে, আমি একপলকে রাজি হয়ে যাব। আমার সাফল্য এ পরিবর্তনে নয় বরং এ ব্যাপারে যে, ১০ বছর আগে যে মেয়ে ‘দম লাগা কে হাইশা’ করেছিল, সেই আজ ‘দ্য রয়্যালস’-এর এ চরিত্রও করছে।” ‘দ্য রয়্যালস’-এর মাধ্যমে ভূমি পেড়নেকার শুধু ওটিটিতে অভিষেক করছেন না, বরং প্রমাণ করছেন কোনো ফরম্যাটে নিজেকে আটকে না রেখে, নিজের বিশ্বাস ও স্বকীয়তাই একজন শিল্পীর আসল পরিচয়।
 

সম্পর্কিত নিবন্ধ