এমপিকে বিয়ে করছেন রিঙ্কু সিং, গুঞ্জন নাকি সত্যি?
Published: 18th, January 2025 GMT
ভারতের ক্রিকেটার রিঙ্কু সিংকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ঘুরছে। শোনা যাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই হার্ডহিটার ব্যাটার। গুঞ্জন উঠেছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি রিঙ্কু বা প্রিয়া।
ভারতের একাধিক প্রথম সারির গণমাধ্যম সূত্রের দাবি, রিঙ্কুর পরিবার থেকে প্রিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রিয়ার বড় দুলাভাই, যিনি আলিগড়ের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, এই প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এখনো বিয়ে হয়নি।”
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। শুক্রবার রাতে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছিল মাত্র। বাগদানের খবর পুরোপুরি মিথ্যা।”
রিঙ্কু সিং বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছেন তিনি। এই সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে।
হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে রিঙ্কু সিং আজ ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তার প্রতি আস্থা রেখে ১৩ কোটি টাকায় তাকে ধরে রেখেছে। অন্যদিকে, রিঙ্কুর কথিত জীবনসঙ্গী প্রিয়া সরোজ একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। ভারতের সুপ্রিম কোর্টে ওকালতি করার অভিজ্ঞতাসম্পন্ন প্রিয়া বর্তমানে রাজনীতিতে বেশ সক্রিয়।
যদিও প্রিয়া এবং রিঙ্কুর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে, তবে সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি শুধুই গুঞ্জন হিসেবেই থেকে যাচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলা, আহত ৫
শেরপুরের ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসছে। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। এ সময় আসাদ আলী ও আনন্দর নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ ঘটনায় এসআই হারুন অর রশীদ, এএসআই মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাঁদের উদ্ধার করেন। হামলার ঘটনার পরপরই সুলতান ও আসাদ আলী পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য সাবেক ইউপি সদস্য আসাদ আলীর মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সুলতানও পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ছাত্রদল নেতা আনন্দ মুঠোফোনে বলেন, জুয়ার আসর বা পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গতকাল রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন, পাইকুড়া বাজারে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।