চকরিয়ায় মসজিদের বাথরুমে বৃদ্ধের মরদেহ
Published: 18th, January 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধ মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বাথরুমের ভেতরেই স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌরসভার থানা সেন্টার মসজিদের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার চকরিয়া থানা সেন্টার মসজিদে এশার নামাজের সময় নুরুল ইসলাম অজু করার আগে টয়লেটে যান। দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে অবস্থান করায় অন্য মুসল্লিদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, “মসজিদের বাথরুমে মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।”
ঢাকা/তারেকুর/ইমন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ চকর য়
এছাড়াও পড়ুন:
কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।
স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।