রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল খন্দকার নামে এক পরিবহন শ্রমিক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন জুয়েল হাসপাতালে জানান, জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। তখন ছয়-সাতটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি। 

তিনি জানান, এর কয়েক ঘণ্টা আগে তাঁর মোবাইল ফোনে কল করে নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী মাহবুব’ পরিচয় দিয়ে দুবাই থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে রাজি হননি। এর জের ধরে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মোবাশ্বের রহমান বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশি

অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ। স্বজনরা জানান, আটককৃতরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার জন্য ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। 

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পীরাগড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে। 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানালে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন:

৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

তারা সবাই বুলগেরিয়ার ভিসা পাওয়ার উদ্দেশ্যে ভারতে যান এবং দিল্লি যাওয়ার পথে গ্রেপ্তার হন। তাদের কোনো বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে।

আটক এক ব্যক্তির স্বজনের সঙ্গে কথা হলে পরিচয় না প্রকাশ করে তিনি বলেন, পরশুরামের একটি দালাল চক্র দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিল। পথিমধ্যে পুলিশের জেরার মুখে পড়লে কাগজপত্র দেখাতে না পারায় তারা আটক হন। বর্তমানে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে তাদের অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ