টাকার হিসাব করছিলেন শ্রমিক নেতা, মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি চালাল
Published: 18th, January 2025 GMT
রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল খন্দকার নামে এক পরিবহন শ্রমিক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন জুয়েল হাসপাতালে জানান, জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। তখন ছয়-সাতটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি।
তিনি জানান, এর কয়েক ঘণ্টা আগে তাঁর মোবাইল ফোনে কল করে নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী মাহবুব’ পরিচয় দিয়ে দুবাই থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে রাজি হননি। এর জের ধরে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মোবাশ্বের রহমান বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।
এ সময় বিভাগের আওতাধীন ৩ জন জোনাল ম্যানেজার, ৪৭টি শাখা ব্যবস্থাপক এবং ৪টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি