বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেপালের মুখোমুখি বাংলাদেশ
Published: 18th, January 2025 GMT
২০০৮ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসেছিল মালয়েশিয়ায়। ১৭ বছর পর আবার কোনো বৈশ্বিক টুর্নামেন্ট বসছে দেশটিতে। আজ মালয়েশিয়ায় শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ। উদ্বোধনী দিনে ম্যাচ হবে ৬টি। এর মধ্যে নেপালের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় সেলেঙ্গর প্রদেশের বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি।
নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের এটি দ্বিতীয় আসর। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ১৬ দলকে নিয়ে হয়েছিল প্রথম আসর। এবারও চার গ্রুপে ভাগ হয়ে ১৬টি দেশ অংশ নিচ্ছে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। প্রথম আসরে স্বাগতিক প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেই ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার টি২০ বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে গতকাল এক ভিডিও বার্তায় শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার, ‘আমাদের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। আমরা জানি বিষয়টি সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে সব সময়ই প্রস্তুত।’
আজকের প্রতিপক্ষ নেপালকে নিয়ে তিনি বলেন, ‘নেপাল ভালো দল। প্রতিপক্ষ হিসেবে তারা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তারা নিশ্চয়ই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। গত আসরে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বর্তমান দলটির বেশ কয়েকজনের চাপের মুখে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। এ জন্য আশাবাদী অধিনায়ক সুমাইয়া। প্রতি গ্রুপ থেকে ৩টি করে দল দ্বিতীয় পর্বে যাবে। ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’দল সেমির টিকিট পাবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রিকশায় ফাঁদ পেতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, চালকের জবানবন্দি
রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলীপ কুমার প্রামাণিক নামের এক দোকানের ব্যবস্থাপকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছে। এ কাজের জন্য ছিনতাইকারী চক্রটি এক মাস ধরে ভুক্তভোগী ব্যক্তির ওপর নজরদারি চালিয়েছিল। এ জন্য তারা রিকশাচালককে প্রশিক্ষণও দেওয়া দিয়েছে। গ্রেপ্তার রিকশাচালকের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার রিকশাচালক মাসুম (৩০)। গত বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
আরও পড়ুনউত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে১৭ এপ্রিল ২০২৫মাসুমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের কেনাবেচার টাকা দিলীপের বাসায় থাকে বলে চক্রটি জানতে পারে। রোববার সকালে তিনি টাকা নিয়ে প্রতিষ্ঠানটিতে যান। বিষয়টি জানতে পেরে চক্রটি পরিকল্পনা সাজায়। তারপর কীভাবে রিকশা নিয়ে অপেক্ষা করতে হবে এবং কোন রাস্তায় যেতে হবে, এ নিয়ে মহড়াও করেছে। ঘটনার আগের রোববার তিনি রিকশা নিয়ে কুমারপাড়ার চালপট্টির ওই বাড়ির সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সেদিন পরিকল্পনা সফল হয়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ওই রিকশাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। পরিকল্পনামাফিক তারা ওই এলাকায় এক মাস ধরে নজরদারি করেছে। আগেও রিকশা নিয়ে ফাঁদ পেতেছিল চক্রটি, তবে সফল হতে পারেনি। পরে গত রোববার ঘটনাটি ঘটায়।
গত রোববার সকালে বোয়ালিয়া থানা এলাকার ঘোড়ামারা মোড়ে ছিনতাইয়ের শিকার হন দিলীপ কুমার প্রামাণিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক।
আরও পড়ুনমেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন: প্রধান আসামি ও এক সহযোগী গ্রেপ্তার১৯ এপ্রিল ২০২৫পুলিশ ও দোকানের মালিক পক্ষ জানায়, আগের দিনের বিক্রির ১৩ লাখ টাকা নিয়ে দিলীপ কুমার রোববার সকালে শিরোইলে ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে মাসুমের রিকশায় ঘোড়ামারা এলাকায় পৌঁছালে, রিকশাটি হঠাৎ একটি সরু গলির দিকে মোড় নেয়। ঠিক তখনই একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রিকশার গতি রোধ করেন। তাঁদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুনরাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের মামলায় প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার১৮ এপ্রিল ২০২৫